রাজধানীর পান্থপথে ঈদ জামাত অনুষ্ঠিত

ছবি- সমকাল
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ১০ এপ্রিল ২০২৪ | ১৩:১২ | আপডেট: ১০ এপ্রিল ২০২৪ | ১৩:৩০
রাজধানীর পান্থপথ এলাকায় পবিত্র ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত হয়েছে।
সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের সঙ্গে মিল রেখে বুধবার পান্থপথের সামারাই কনভেনশন সেন্টারে এই জামাত অনুষ্ঠিত হয়। এদিন সকাল ৭টায় মুসল্লিরা জামাতে ঈদের নামাজ আদায় করেছেন। নামাজ শেষে একে অপরের সঙ্গে কোলাকুলি করে ভাগাভাগি করে নেন ঈদ আনন্দ।
ঢাকার কলাবাগান থানার পরিদর্শক (অপারেশন) বিজন কুমার দাস বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, প্রতিবছর সৌদি আরবের সাথে মিল রেখে একটি গ্রুপ এখানে ঈদের নামাজ পড়েন। এবারও তারা ঈদের জামাত করেছে।
জাতীয়ভাবে বাংলাদেশে ঈদুল ফিতর বৃহস্পতিবার নির্ধারিত হলেও দেশের কিছু জায়গায় বুধবার উদযাপিত হচ্ছে ঈদ। বহু বছর ধরে মধ্যপ্রাচ্যের কয়েকটি ইসলামিক দেশের সঙ্গে মিল রেখে দেশের মুসলিম সম্প্রদায়ের একটি অংশ ঈদ জামাতে অংশ নেন।
- বিষয় :
- ঈদ উদযাপন
- পান্থপথ
- ঈদুল ফিতর ২০২৪