কবরস্থানে পড়েছিল নিখোঁজ নারীর বস্তাবন্দি লাশ

প্রতীকী ছবি
রাজশাহী ব্যুরো
প্রকাশ: ১২ এপ্রিল ২০২৪ | ২৩:৩৯ | আপডেট: ১২ এপ্রিল ২০২৪ | ২৩:৪৭
রাজশাহীর পুঠিয়ায় নিখোঁজের চারদিন পর এক নারীর বস্তাবন্দি লাশ করা উদ্ধার হয়েছে। নিহতের নাম বেদেনা বেওয়া (৬০)। তিনি উপজেলার বানেশ্বর থান্দারপাড়া গ্রামের মৃত মোজাম্মেল হোসেনের স্ত্রী। শুক্রবার (১২ এপ্রিল) বিকেলে বাড়ির পাশের কবরস্থান থেকে লাশটি উদ্ধার করেছে পুলিশ।
এলাকাবাসী জানান, কবরস্থানে একটি বস্তা দেখে লোকজনের সন্দেহ হয়। বিষয়টি পুলিশকে জানালে তারা এসে লাশ উদ্ধার করে। একই সঙ্গে থানার পক্ষ থেকে খবর দেওয়া হয় পুলিশের অপরাধ তদন্ত বিভাগ-সিআইডিকে। রাজশাহী থেকে সিআইডির সদস্যরা এসে ঘটনাস্থল পরিদর্শন করেন এবং লাশটির নমুনা সংগ্রহ করেন। নিহতের মুখে স্কচটেপ মারা ছিলো। গলায় কাটার চিহ্ন আছে। তাঁকে হত্যা করা হয়েছে।
নিহতের ছেলে রিপন হোসেন জানান, মঙ্গলবার বেদেনা বেওয়া নিজ বাড়ি থেকে নিখোঁজ হন। পরে তাঁর পরিবারের সদস্যরা অনেক খোঁজখুঁজি করে। তাঁর সন্ধান না পেয়ে পুঠিয়া থানায় জিডি করা হয়।
পুলিশের ধারণা, পারিবারিক বা স্থানীয় কোনো কলহের কারণে বেদেনাকে হত্যা করা হয়ে থাকতে পারে। লাশের শরীরের বিভিন্ন জায়গায় জখমের চিহ্ন আছে।
বানেশ্বর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান রাজ্জাক হোসেন দুলাল জানান, বেদেনা বেওয়া চারদিন ধরে নিখোঁজ ছিলেন।
পুঠিয়া থানার ওসি সাইদুর রহমান জানান, নিখোঁজ নারীর গলায় কাটা চিহ্ন আছে। শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। সিআইডির ক্রাইমসিন ইউনিটের সদস্যরা আলামত সংগ্রহ করেছে। পরে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়। এ ঘটনায় থানায় হত্যা মামলা হয়েছে।
- বিষয় :
- রাজশাহী
- বস্তাবন্দি লাশ
- পুঠিয়া