গোবিন্দগঞ্জে প্রাইভেটকার-সিএনজি মুখোমুখি সংঘর্ষে গেল নারীর প্রাণ

প্রতীকী ছবি
গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি
প্রকাশ: ১৪ এপ্রিল ২০২৪ | ২০:৩৪
গাইবান্ধার গোবিন্দগঞ্জে প্রাইভেটকারের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে সিএনজির যাত্রী জাহানারা বেগম (৭০) নিহত হয়েছেন। রোববার দুপুরে ঢাকা-রংপুর মহাসড়কের গাইবান্ধা-বগুড়া সীমান্তবর্তী কুন্দেরপাড়া নামক এলাকায় এ দুর্ঘটনায় সিএনজির আরো ৩ যাত্রী গুরুতর আহত হয়েছেন।
নিহত জাহানারা বেগম সাঘাটা উপজেলার বোনারপাড়া অনন্তপুর গ্রামের তছলিম উদ্দিনের স্ত্রী।
স্থানীয়রা জানান, বগুড়াগামী একটি প্রাইভেটকারের সঙ্গে বিপরীত দিক থেকে আসা সিএনজির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সিএনজির যাত্রী জাহানারা বেগম ঘটনাস্থলেই নিহত হন। আহতদের উদ্ধার করে বগুড়া শহীদ জিয়া মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহবুবর রহমান জানান, প্রাইভেটকার ও সিএনজি হাইওয়ে থানায় জব্দ আছে। নিহত নারীর পরিবারের সঙ্গে যোগাযোগ করে মরদেহ হস্তান্তর করা হবে।
- বিষয় :
- গাইবান্ধা
- গোবিন্দগঞ্জ
- মুখোমুখি সংঘর্ষ
- সড়কে নিহত