ঢাকা শুক্রবার, ০৪ জুলাই ২০২৫

ভৈরব নদে ডুবে যাওয়া জাহাজের কয়লা উদ্ধার শুরু

ভৈরব নদে ডুবে যাওয়া  জাহাজের কয়লা  উদ্ধার শুরু

শনিবার নওয়াপাড়া উপজেলার ভৈরব নদের নোনাঘাট এলাকায় তলা ফেটে ডুবে যায় এমভি সাকিব বিভা-২। ফাইল ছবি

নওয়াপাড়া (যশোর) প্রতিনিধি

প্রকাশ: ১৫ এপ্রিল ২০২৪ | ১৮:৫৬

ভৈরব নদে ডুবে যাওয়া জাহাজ থেকে কয়লা অপসারণ শুরু হয়েছে। সোমবার সকালে খননযন্ত্র দিয়ে কয়লা অবসারণ কাজ শুরু করা হয়। বাল্কহেড ভরে কয়লাগুলো নিয়ে ঘাটে রাখা হচ্ছে। এর আগে শনিবার রাতে নওয়াপাড়া উপজেলার ভৈরব নদের নোনাঘাট এলাকায় তলা ফেটে ডুবে যায় এমভি সাকিব বিভা-২ নামে কার্গো জাহাজটি।

ডুবে যাওয়া জাহাজে প্রায় ৬৮৫ টন কয়লা ছিল। যার মূল্য প্রায় ১ কোটি ১৫ লাখ টাকা বলে দাবি জাহাজের মাস্টার বিল্লাল হোসেনের। ইন্দোনেশিয়া থেকে কয়লাগুলো আমদানি করে যশোরের নওয়াপাড়ায় নিয়ে আসে জেএইচএম গ্রুপ।

আমদানিকারক প্রতিষ্ঠান জেএইচএম গ্রুপ জানায়, ইন্দোনেশিয়া থেকে একটি মাদার ভেসেলে কয়লা আমদানি করে মোংলা বন্দরের হারবাড়িয়া পয়েন্টে রাখা হয়। মাদার ভেসেল থেকে এমভি সাকিব বিভা-২ নামে কার্গো জাহাজে ৬৮৫ টন কয়লা বোঝাই করা হয়। গত শুক্রবার নওয়াপাড়া নদীবন্দরের উদ্দেশে যাত্রা করে জাহাজটি। কিন্তু শনিবার সন্ধ্যায় ভৈরব নদের নোনাঘাট এলাকায় পৌঁছামাত্র ডুবে যায়।

জাহাজের মাস্টার বিল্লাল হোসেন বলেন, ‘গত শনিবার মধ্যরাতে জাহাজ ঘোরানোর সময় নদের মাটির সঙ্গে ধাক্কা লাগে। এতে কার্গোর তলা ফেটে যায়। রোববার সকালে নদীতে ভাটা থাকায় জাহাজে আস্তে আস্তে পানি ঢুকতে শুরু করে। এক পর্যায়ে জাহাজ ডুবে গেলে আমরা ১১ জন সাঁতরে তীরে উঠি।’

জেএইচএম গ্রুপের নওয়াপাড়া অফিসের লজিস্টিক ম্যানেজার রাহুল দেব জানান, সোমবার থেকে কয়লা উদ্ধার প্রক্রিয়া শুরু হয়েছে। উদ্ধারকাজ শেষ করতে দু-তিন দিন লাগতে পারে। উদ্ধারকাজ শেষ না হওয়া পর্যন্ত ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যাবে না।

নওয়াপাড়া নদীবন্দরের উপপরিচালক মাসুদ পারভেজ বলেন, ‘ভৈরব নদে কয়লাবোঝাই একটি কার্গো জাহাজ আংশিক ডুবে যাওয়ার খবর পেয়েছি। বিষয়টি খতিয়ে দেখে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।’


 

আরও পড়ুন

×