ফরিদপুরে নির্যাতিতদের সঙ্গে এ. কে. আজাদের ঈদ ও নববর্ষের শুভেচ্ছা বিনিময়

ঈদ পরবর্তী ও নববর্ষের শুভেচ্ছা মতবিনিময় করেন সংসদ সদস্য এ. কে. আজাদ। ছবি: সমকাল
ফরিদপুর অফিস
প্রকাশ: ১৫ এপ্রিল ২০২৪ | ২১:৫৭
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন চলাকালীন ফরিদপুর জেলা সদরের কানাইপুরের রনকাইলে ভোটকেন্দ্রে প্রতিপক্ষের হাতে নির্যাতিতদের সঙ্গে ঈদ পরবর্তী ও নববর্ষের শুভেচ্ছা মতবিনিময় করেছেন ফরিদপুর-৩ আসনের সংসদ সদস্য এ. কে. আজাদ। রোববার সন্ধ্যায় রনকাইল ফকিরের হাট এলাকায় সাবেক ইউপি চেয়ারম্যান ফকির মো. বেলায়েত হোসেনের উদ্যোগে এ আয়োজন করা হয়। এ সময় এমপি এ. কে. আজাদ ওই এলাকায় একটি মসজিদের ভিত্তি প্রস্তর উদ্বোধন করেন।
এ. কে আজাদ বলেন, ‘আপনারা যে মামলা দিয়েছেন সেই মামলায় বিচার হবে। আর আপনাদের নামে যে মিথ্যা মামলা হয়েছে সে মামলায় কেউ যাতে হয়রানি না হয় তা আমি দেখছি।’ এসময় তিনি আজীবন নির্যাতিতদের পাশে থাকার ঘোষণা দেন।
বেকারদের চাকরির বিষয়ে বলেন, ‘ঈদের পরে অনেকে অন্য ফ্যাক্টরিতে চলে যায়। ওই জায়গাগুলোতে আপনাদের চাকরি দেব। এ পর্যন্ত অনেক এমপি, নেতা আপনারা বানিয়েছেন, ক’জন নেতা চাকরি দিয়েছেন?’
সংসদ সদস্য আরও বলেন, ‘সরকারি যা বরাদ্দ আসে তা আমি সব ইউনিয়নের নেতাদের মধ্যে ভাগ করে দেব। যারা ঈগলের জন্য কাজ করেছেন তাদের মাধ্যমে দেওয়া হবে। আমি বছরে এমপি হিসেবে ২৫ কোটি টাকা পাব, আরও যা পাব ভাগ করে দেব, নিজের পকেট থেকেও দেব। এ কাজ করে যেতে পারলে মানুষ মনে করবেন ভোটটা কাজে লেগেছে। এজন্য আমার হাতকে শক্তিশালী করতে হবে।’
- বিষয় :
- ফরিদপুর
- এ. কে. আজাদ
- ঈদুল ফিতর ২০২৪