ঢাকা বৃহস্পতিবার, ০৩ জুলাই ২০২৫

সরকারি চাল জব্দ করে ছেড়ে দিল পুলিশ, উদ্ধার করলেন চেয়ারম্যান

সরকারি চাল জব্দ করে ছেড়ে দিল পুলিশ, উদ্ধার করলেন চেয়ারম্যান

পাচারের সময় সরকারি ৫১ বস্তা চাল উদ্ধার করেন ইউপি চেয়ারম্যান। ছবি: সমকাল

নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

প্রকাশ: ১৭ এপ্রিল ২০২৪ | ২১:৫৮

নাসিরনগরে পাচারকালে জব্দ করা সরকারি চাল ফাঁড়ি পুলিশ সদস্যরা ছেড়ে দিলেও তার একাংশ উদ্ধার করেছেন ইউপি চেয়ারম্যান। মঙ্গলবার রাতে নৌকায় করে ৭৭ বস্তা (প্রায় ৪ হাজার কেজি) সরকারি চাল পাচারকালে এ ঘটনা ঘটে।

জানা যায়, চাল পাচারের খবর পেয়ে প্রথমে সেগুলো জব্দ করেন চাতলপাড় পুলিশ ফাঁড়ির সদস্যরা। এ সময় দু’জনকে আটক করে ফাঁড়িতে নিয়ে যাওয়া হয়। কয়েক ঘণ্টা পর আটক দু’জনসহ পাচারের সরকারি চাল ছেড়ে দেওয়ার অভিযোগ ওঠে ওই ফাঁড়ির পুলিশের বিরুদ্ধে। পরদিন সকালে সেই চাল ফের জব্দ করেন স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান রফিক মিয়া।

স্থানীয়দের অভিযোগ, চাতলপাড় ফাঁড়ির পুলিশ ৭৭ বস্তা সরকারি চালসহ দু’জনকে আটক করে। পরে মোটা অঙ্কের টাকার বিনিময়ে অভিযুক্তদের ছেড়ে দেওয়া হয়। তবে সকালে ওই ইউনিয়নের চেয়ারম্যান ৫১ বস্তা (প্রায় আড়াই হাজার কেজি) চাল জব্দ করেন।

তবে চাতলপাড় পুলিশ ফাঁড়ির তদন্ত কর্মকর্তা হাসিম জানান, তারা কোনো চাল জব্দ করেননি। কাউকে আটকও করা হয়নি। এ প্রতিবেদকের কাছে নৌকার মাঝি চাল জব্দ ও দু’জনকে আটকের বিষয়টি স্বীকার করেছেন– এমন প্রশ্নের জবাবে তিনি কোনো কথা বলেননি। 

জানা গেছে, পাচার হওয়া ৭৭ বস্তা চাল সারারাত চাতলপাড় নৌকাঘাটে পড়ে থাকলেও কর্তৃপক্ষের উদাসীনতার কারণে জব্দ কিংবা উদ্ধার করতে যায়নি সংশ্লিষ্টরা। ভোরে সেখান থেকে ২৬ বস্তা চাল সরিয়ে নেন ডিলার গোলাপ মিয়া। বিষয়টি এলাকায় জানাজানি হলে স্থানীয়দের চাপে ইউপি চেয়ারম্যান বাকি ৫১ বস্তা চাল উদ্ধার করেন। জব্দ করা প্রতিটি বস্তায় ৫০ কেজি করে সরকারি চাল ছিল। এদিকে সরকারি চাল পাচারের সত্যতা স্বীকার করেছেন অভিযুক্ত ডিলার গোলাপ মিয়া।

স্থানীয়রা জানান, ঈদুল ফিতর উপলক্ষে ভিজিএফ ও এর আগে হতদরিদ্রদের খাদ্য সহায়তার ন্যায্যমূল্যের চাল বিতরণ করা হয় স্থানীয় উপকারভোগীদের মধ্যে। তবে ভিজিএফের চাল সরকারি তালিকা অনুযায়ী বিতরণ করা হয়নি। তালিকায় থাকা অধিকাংশ উপকারভোগীই এ চাল পাননি।

নৌকার মাঝি জাকির মিয়া জানান, ডিলার গোলাপ মিয়া তাঁকে বলেছিলেন, তাঁর ৬০ বস্তা ও অন্য একজনের ১৭ বস্তা চাল সুনামগঞ্জে পৌঁছে দিতে। চাল নৌকায় উঠানোর সময় পুলিশ এসে বাধা দেয়। পরে ডিলারের ছেলেকে ফাঁড়িতে নিয়ে যায় এবং এর আগেই ডিলারকে আটক করে পুলিশ। কিছুক্ষণ পর ডিলার জানান, থানার কাজ শেষ চালগুলো সুনামগঞ্জে পৌঁছে দিতে হবে।
চাতলপাড় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান রফিক মিয়া বলেন, রাতে সহকারী কমিশনারের (ভূমি) ফোন পেয়ে গ্রাম পুলিশকে ঘটনাস্থলে পাঠানো হয়। পরে সকালে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে ৫১ বস্তা চাল উদ্ধার করা হয়।

উপজেলা খাদ্য কর্মকর্তা বিপ্লব কুমার আচার্য বলেন, এটি একটি বিচ্ছিন্ন ঘটনা। উপজেলা নির্বাহী কর্মকর্তার দায়িত্বে থাকা সহকারী কমিশনার (ভূমি) মোনাব্বর হোসেন জানান, চাতলপাড়ে সরকারি চাল জব্দ করা হয়েছে। সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানকে বলা হয়েছে তাঁর জিম্মায় চালগুলো রাখার জন্য। তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

আরও পড়ুন

×