নাশকতার মামলা
বিএনপি-জামায়াতের ৩০ জন জেলহাজতে

ছবি- সমকাল
দিনাজপুর প্রতিনিধি
প্রকাশ: ১৮ এপ্রিল ২০২৪ | ১৯:৪২
দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলায় নাশকতার পৃথক দুই মামলায় বিএনপি-জামায়াতের ৩০ নেতাকর্মীকে জেলহাজতে পাঠিয়েছেন আদালত।
বৃহস্পতিবার দিনাজপুর দায়রা জজ যাবিদ হোসেন তাদের জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন। এর আগে দুটি মামলায় ৩২ আসামি আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন।
আসামিরা হলেন– উপজেলা বিএনপির সভাপতি ও উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী শামীম হোসেন চৌধুরী, সাধারণ সম্পাদক আবু সাঈদ মিয়া, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক আল মামুন, উপজেলা যুবদলের যুগ্ম সম্পাদক ও উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী সেলিম রেজা, ঘোড়াঘাট পৌরসভার ৬ নম্ব ওয়ার্ডের কাউন্সিলর শহীদ পারভেজ, উপজেলা জামায়াতের আমির মোফাস্সায়ের ইসলাম মোল্লা, পৌর জামায়াতের আমির সেলিম মিয়া, গোলাম রব্বানী, আব্দুর রহিম, আলমগীর হোসেন, মাহফুজুর রহমান লাভলু, মনোয়ার হোসেন, মনিরুজ্জামান মিঠু সিদ্দিক, ইবাদুর রহমান ইদুয়ার, মান্নান মণ্ডল, সাইফুল ইসলাম, বেলায়েত হোসেন, আনোয়ার হোসেন, খোরশেদ আলম, মনিরুল ইসলাম, মো. মিঠু, চাঁন মিয়া, মাহফুজুর রহমান, তোজাম্মেল হক, আতিয়ার রহমান, শাহারুল ইসলাম, শাহিন মিয়া, মো. পলাশ, হাছিবুল ইসলাম ও আল রাজিব।
মামলা সূত্রে জানা যায়, ২০২৩ সালের ১১ নভেম্বর রাতে ঘোড়াঘাট উপজেলার ডুগডুগি বাজার এলাকায় বিএনপি-জামায়াতের দুই শতাধিক নেতাকর্মী নাশকতামূলক কর্মকাণ্ড চালাতে বৈঠক করছিলেন। খবর পেয়ে সেখানে অভিযান চালিয়ে দু’জনকে আটক করে পুলিশ। ওই বছরের ১৬ অক্টোবর বুলাকিপুর কলাবাড়ী এলাকায় সরকার উৎখাতের উদ্দেশ্যে বিভিন্ন স্থানে নাশকতামূলক কর্মকাণ্ড চালাতে বৈঠক হচ্ছিল। এর পর সেখানে অভিযান চালিয়ে তিনজনকে আটক করে পুলিশ। এ ঘটনায় ঘোড়াঘাট থানায় পৃথক দুটি মামলা করেন দুই পুলিশ সদস্য। মামলার আসামিরা উচ্চ আদালত থেকে জামিনে ছিলেন।
- বিষয় :
- নাশকতা মামলা
- বিএনপি
- জামায়াত