ঢাকা বৃহস্পতিবার, ০৩ জুলাই ২০২৫

সড়ক দুর্ঘটনায় দম্পতি নিহত

মা-বাবাকে খুঁজে ফিরছে ৫ বছরের জুনায়েদ

মা-বাবাকে খুঁজে ফিরছে ৫ বছরের জুনায়েদ

ফুফুর কোলে সড়ক দুর্ঘটনায় বাবা-মা হারানো শিশু জুনায়েদ। ছবি: সমকাল

আক্কেলপুর (জয়পুরহাট) সংবাদদাতা

প্রকাশ: ১৮ এপ্রিল ২০২৪ | ২২:৫১

শিশু জুনায়েদ ইসলামের বয়স মাত্র পাঁচ বছর। বুধবার সড়ক দুর্ঘটনায় মা-বাবা দু’জনকেই হারিয়েছে সে। নিজেও হয়েছে গুরুতর আহত। তবে মা-বাবার মৃত্যুর বিষয়টি এখনও বুঝতে পারেনি ছোট্ট শিশুটি। এ বাড়ি ও বাড়ি মা-বাবাকে খুঁজে ফিরছে সে।

জুনায়েদ জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার নারিকেলি গ্রামের আনসার ভিডিপি সদস্য এনামুল হক (৪০) ও তাঁর স্ত্রী বৃষ্টি খাতুনের (৩২) ছেলে। 

স্থানীয়রা জানান, অসুস্থ জুনায়েদকে নিয়ে বুধবার ভোরে মোটরসাইকেলে নওগাঁর নওহাটা এলাকায় এক কবিরাজের বাড়িতে গিয়েছিল এনামুল ও বৃষ্টি। বাড়ি ফেরার পথে সকাল সাড়ে ১০টার দিকে সান্তাহার-নওগাঁ সড়কের সাহাপুর মোড়ে বেপরোয়া গতির একটি মোটরসাইকেলের সঙ্গে তাদের মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। সড়কে ছিটকে পড়া এনামুল ও বৃষ্টিকে দ্রুতগতির একটি ট্রাক চাপা দিলে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। তবে ভাগ্যক্রমে বেঁচে যায় ৫ বছরের জুনায়েদ। যদিও তার মাথা ও মুখে মারাত্মক ক্ষত হয়েছে।

বৃহস্পতিবার নারিকেলি গ্রামে গিয়ে দেখা যায়, জুনায়েদ বসে আছে ফুফুর কোলে। ঘুম থেকে জেগে ওঠার পর থেকেই এদিক ওদিক মাকে খুঁজছে সে। স্বজনরা বিভিন্নভাবে তাকে ভোলানোর চেষ্টা করছেন।

এনামুলের বাবা আকরাম হোসেন জানান, গত সোমবার সাত দিনের ছুটিতে বাড়িতে আসে এনামুল। ছেলে জুনায়েদ দীর্ঘদিন অসুস্থ থাকায় স্ত্রী নিয়ে গিয়েছিল কবিরাজ দেখাতে। তবে বাড়ি আর ফিরতে পারেনি তারা। এনামুলের ছোট ভাই একরামুল হক আক্ষেপ করে বলেন, ভাইয়ের অষ্টম শ্রেণি পড়ুয়া মেয়ে অন্বিকা ও পাঁচ বছরের ছেলে জুনায়েদ এই বয়সেই এতিম হয়ে গেল।

আক্কেলপুর আনসার ও ভিডিপি কর্মকর্তা কাজী মাকামাম মাহমুদা জানান, তারা দাফনের জন্য প্রাথমিকভাবে ২৫ হাজার টাকা দিয়েছিন। আরও সহায়তার ব্যবস্থা করা হচ্ছে।

নওগাঁ সদর মডেল থানার ওসি জাহিদুল হক বলেন, এ ঘটনায় আকরাম হোসেন নওগাঁ সদর থানায় সড়ক পরিবহন আইনে মামলা করেছেন। তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।


 

আরও পড়ুন

×