ঢাকা শুক্রবার, ০৪ জুলাই ২০২৫

স্বাস্থ্য কমপ্লেক্সে মাদকের আড্ডা, আটকের পর ছেড়ে দেওয়া হলো ৫ কিশোরকে

স্বাস্থ্য কমপ্লেক্সে মাদকের আড্ডা, আটকের পর ছেড়ে দেওয়া হলো ৫ কিশোরকে

পিরোজপুরের ইন্দুরকানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। ফাইল ছবি

ইন্দুরকানী (পিরোজপুর) প্রতিনিধি 

প্রকাশ: ১৯ এপ্রিল ২০২৪ | ১৮:২৩

পিরোজপুরের ইন্দুরকানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মাদকের আসর জমানোর অভিযোগে পাঁচ কিশোরকে আটকের পর ছেড়ে দিয়েছে পুলিশ। বৃহস্পতিবার দুপুরে তাদের আটক করা হয়। পরে আটকদের বাবা-মাকে থানায় ডেকে মুচলেকা রেখে রাতে তাদের ছেড়ে দেওয়া হয়। 

স্থানীয়দের ভাষ্য, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রতিদিন সকাল থেকে গভীর রাত পর্যন্ত বিভিন্ন গ্রুপে ভাগ হয়ে হাসপাতালের পুকুরঘাট ও আবাসিক এলাকায় প্রকাশ্যে মাদকের আড্ডা চলে। এতে স্কুল-কলেজের শিক্ষার্থীসহ বিভিন্ন বয়সের লোক ভিড় করে। হাসপাতালের কর্মচারীরা মাদক সরবরাহ ও সেবনের সঙ্গে জড়িত থাকায় হাসপাতাল কর্তৃপক্ষ এ বিষয়ে ভূমিকা রাখতে পারছে না। তবে বিষয়টি উপজেলা মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভায় একাধিকবার ওঠার পর পুলিশের তৎপরতা বেড়েছে। 

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ননী গোপাল রায় সমকালকে জানান, হাসপাতাল চত্বরের মধ্যে স্থানীয় যুবকরা আড্ডা দেয়। এ ছাড়া স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক এলাকায় পৃথক বাউন্ডারি না থাকায় লোকজন অবাধে সেখানে প্রবেশ করে। তাদের মাত্র একজন নাইট গার্ড রয়েছে। সে কারণে হাসপাতাল কর্তৃপক্ষের পক্ষে সবকিছু সামাল দেওয়া সম্ভব নয়। তারা অপ্রীতিকর কোনো ঘটনা ঘটলে পুলিশকে জানান। 

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, হাসপাতালের কোনো কর্মচারী মাদক সরবরাহ ও সেবনের সঙ্গে জড়িত কিনা, সে ব্যাপারে তাঁর কাছে কোনো তথ্য নেই। এ বিষয়ে কারও বিরুদ্ধে অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে। 

ইন্দুরকানী থানার ওসি মো. কামরুজ্জামান তালুকদার জানান, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এলাকায় কোনো নিয়ন্ত্রণ না থাকায় কিশোর গ্যাংসহ বিভিন্ন বয়সের লোকজন আড্ডা দেয় এবং মাদক সেবন করে বলে অভিযোগ রয়েছে। এ জন্য ওই এলাকায় নিয়মিত পুলিশের অভিযান চলছে। মাদক সরবরাহ ও সেবনের সঙ্গে জড়িতদের কোনো ছাড় দেওয়া হবে না। 

আরও পড়ুন

×