হেলিকপ্টারে নববধূ নিয়ে এলেন নেতা

মির্জাপুরে নববধূ নিয়ে হেলিকপ্টারে বাড়ি ফেরেন ছাত্রলীগ নেতা আব্দুল্লাহ বিন সিয়াম
মির্জাপুর (টাঙ্গাইল) সংবাদাতা
প্রকাশ: ১৯ এপ্রিল ২০২৪ | ২১:৩৯
মির্জাপুর আজগানা ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক আব্দুল্লাহ বিন সিয়াম হেলিকপ্টারে করে নববধূ নিয়ে বাড়ি ফিরলেন। শুক্রবার বিকেল সাড়ে ৫টায় বংশাই স্কুল অ্যান্ড কলেজ মাঠে হেলিকপ্টার থেকে নামেন তারা। এ সময় সেখানে ভিড় জমায় উৎসুক জনতা। সিয়াম আজগানা ইউনিয়নের বেলতৈল গ্রামের ইটভাটা মালিক হাবিবুর রহমান হবির ছেলে।
জানা গেছে, পরিবারের একমাত্র ছেলে সিয়ামের বিয়েটাকে স্মরণীয় করে রাখতে আগে থেকেই পরিকল্পনা ছিল। সে অনুযায়ী হেলিকপ্টারে করে নববধূ বাড়িতে আনার সিদ্ধান্ত নেওয়া হয়। শুক্রবার বিকেল ৪টায় লতিফপুর গ্রামের আলমাস মাস্টারের একমাত্র মেয়ে আফরিন আক্তারের সঙ্গে বিয়ে হয় সিয়ামের। এর আগে সিয়াম বেলা আড়াইটার দিকে হেলিকপ্টারে করে লতিফপুর একতা উচ্চ বিদ্যালয় মাঠে নামেন। ছাত্রলীগ নেতার বিয়ের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এলাকার গণ্যমান্য ব্যক্তিরা। বিবাহ অনুষ্ঠান শেষে বিকেল সাড়ে ৫টার দিকে হেলিকপ্টারে করে নববধূকে নিয়ে বংশাই স্কুল অ্যান্ড কলেজ মাঠে অবতরণ করেন সিয়াম।
উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মীর আসিফ অনিক জানান, পরিবারের একমাত্র ছেলের বিয়ে স্মরণীয় করে রাখতে এমন আয়োজন করা হয়েছে।
লতিফপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলী হোসেন রনি বলেন, ‘হেলিকপ্টারে বরযাত্রী আসা আমাদের এলাকায় এবারই প্রথম। বিয়ের অনুষ্ঠানটি উপভোগ করেছে এলাকাবাসী।’
- বিষয় :
- মির্জাপুর
- হেলিকপ্টারে চড়ে বিয়ে
- হেলিকপ্টার
- বিয়ে