ঢাকা শনিবার, ০৫ জুলাই ২০২৫

৪০০ টাকার জন্য মায়ের হাতের রগ কাটল ছেলে

৪০০ টাকার জন্য মায়ের হাতের রগ কাটল ছেলে

ফাইল ছবি

গাজীপুর প্রতিনিধি

প্রকাশ: ২০ এপ্রিল ২০২৪ | ২২:০২

গাজীপুরের শ্রীপুরে মাদকের টাকার জন্য বৃদ্ধ মায়ের হাতের রগ কেটে দিয়েছে ছেলে। শুক্রবার সকালে এ ঘটনা ঘটে। তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয়রা জানান, উপজেলার গাজীপুর ইউনিয়নের আজুগীচালা গ্রামের আমির আলীর ছেলে তোফাজ্জল হোসেন দীর্ঘদিন মাদক সেবন করে আসছে। মাদকের টাকার জন্য প্রায়ই পরিবারের লোকজনকে অত্যাচার করে তোফাজ্জল। শুক্রবার সকালে মা বানু বিবির কাছে মাদক কেনার জন্য ৪০০ টাকা চায়। কিন্তু মায়ের কাছে এত টাকা ছিল না। ঘর থেকে ২০ টাকা বের করে ছেলের হাত দেন। এতেই ক্ষিপ্ত হয়ে ওঠে তোফাজ্জল। এক পর্যায়ে হাতে থাকা ছুরি দিয়ে মায়ের ডান হাতের রগ কেটে দেয়।

এ সময় রক্তাক্ত বানুর চিৎকারে প্রতিবেশীরা এগিয়ে আসেন। এরই মধ্যে তোফাজ্জল পালিয়ে যায়।

স্থানীয়রা রক্তাক্ত বানুকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান, অবস্থার অবনতি হলে শনিবার বিকেলে গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয় তাঁকে।

শ্রীপুর থানার মাওনা পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. মিন্টু মিয়া জানান, পলাতক তোফাজ্জলকে পুলিশ খুঁজছে। এ ঘটনায় অভিযোগ পেলে মামলা নেওয়া হবে।

আরও পড়ুন

×