ঢাকা রবিবার, ০৬ জুলাই ২০২৫

উপজেলা নির্বাচন

প্রার্থিতা প্রত্যাহার করলেন প্রতিমন্ত্রী পলকের শ্যালক

প্রার্থিতা প্রত্যাহার করলেন প্রতিমন্ত্রী পলকের শ্যালক

ছবি- সমকাল

নাটোর প্রতিনিধি

প্রকাশ: ২১ এপ্রিল ২০২৪ | ১৫:০৩ | আপডেট: ২১ এপ্রিল ২০২৪ | ১৫:৫৮

নাটোরের সিংড়া উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী লুৎফুল হাবিব রুবেল মনোনয়ন প্রত্যাহার করে নিয়েছেন। রোববার দুপুরে প্রতিনিধির মাধ্যমে মনোনয়ন প্রত্যাহারের লিখিত আবেদন জেলা রিটার্নিং কর্মকর্তার কাছে জমা দেন।

রুবেল তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের শ্যালক।

আজ দুপুর ১টা ৫০ মিনিটের রুবেলের প্রতিনিধি হিসেবে উপজেলার রাখালগাছা গ্রামের আজহারুল ইসলাম ও লাইলী বেগমের ছেলে মিনহাজ উদ্দিন প্রার্থিতা প্রত্যারের লিখিত আবেদন জেলা রিটার্নিং কর্মকর্তার কাছে জমা দেন।

এর আগে আজ সকালে মনোনয়ন প্রত্যাহারের ঘোষণা দেন লুৎফুল হাবিব রুবেল। এ সময় তিনি জানান, আজ যেকোনো সময় রিটার্নিং কর্মকর্তার কাছে প্রার্থিতা প্রত্যাহার করার বিষয়ে লিখিতভাবে জানাবেন।

লিখিত আবেদনে লুৎফুল হাবিব রুবেল উল্লেখ করেছেন ,তিনি সিংড়া উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে মনোনয়নপত্র দাখিল করেন। কিন্তু ব্যক্তিগত ও পারিবারিক কারণে তার পক্ষে নির্বাচন করা সম্ভব নয়।

জেলা নির্বাচন ও রিটার্নিং কর্মকর্তা আব্দুল লতিফ প্রার্থিতা প্রত্যাহারের লিখিত আবেদন হাতে পাওয়ার সত্যতা নিশ্চিত করেন।

তিনি জানান, রোববার দুপুর ১টা ৫০ মিনিটের ওই প্রার্থী তার প্রতিনিধি মিনহাজ উদ্দিনের মাধ্যমে মনোনয়ন প্রত্যাহারের আবেদন দাখিল করেন।  

আরও পড়ুন

×