ঢাকা শুক্রবার, ০৪ জুলাই ২০২৫

উপজেলা নির্বাচন

এমপি নিক্সনের কথায় সরে দাঁড়ালেন চেয়ারম্যান প্রার্থী

এমপি নিক্সনের কথায় সরে দাঁড়ালেন চেয়ারম্যান প্রার্থী

প্রতীকী ছবি

ফরিদপুর অফিস

প্রকাশ: ২৪ এপ্রিল ২০২৪ | ০২:২১

আগামী ৮ মে প্রথম ধাপের উপজেলা নির্বাচন। ফরিদপুরের চরভদ্রাসন উপজেলায় প্রার্থীদের মধ্যে ব্যাপক প্রভাব সৃষ্টি করেছেন ফরিদপুর-৪ আসনের এমপি নিক্সন চৌধুরী। তাঁর নির্দেশে এক প্রার্থী নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন বলে স্বীকার করেছেন।

সোমবার রাতে এক সভায় বিষয়টি প্রকাশ করেন ওই প্রার্থী।

প্রার্থিতা থেকে সরে দাঁড়ানো ব্যক্তি হলেন চরভদ্রাসনের বর্তমান উপজেলা চেয়ারম্যান কাউসার হোসেন ওরফে হাফেজ কাউসার। তিনি মনোনয়নপত্র জমা দিলেও তা প্রত্যাহার করে নেন।

এতে নির্বাচনে নিক্সন সমর্থিত প্রার্থী আনোয়ার মোল্লার ভোটের পাল্লা ভারী হবে। তিনি উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক।

স্থানীয় সূত্রে জানা গেছে, আনোয়ার ও কাউসার দু’জনই নিক্সনের সমর্থক।

গত সোমবার রাতে এক সভায় কাউসার বক্তব্য দিচ্ছিলেন। সেখানে তিনি বলেন, ‘এমপি আমাদের অভিভাবক। তিনি আমাকে বাসায় ডেকে প্রার্থিতা প্রত্যাহারের জন্য অনুরোধে করেন। তাঁর অনুরোধ না শুনে নির্বাচনে জয় লাভ করেও কোনো লাভ হবে না। কারণ উপজেলায় কোনো কাজ করতে পারব না। তিনি আমাকে বলেছেন, এবার প্রার্থী হইয়েন না, আমি আগামীতে আপনাকে উপজেলা চেয়ারম্যান বানাব।’

নির্বাচনে আরও প্রার্থী হয়েছেন উপজেলা আওয়ামী লীগের সাবেক প্রচার সম্পাদক মোতালেব হোসেন মোল্লা, উপজেলা যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক ফারুক হোসেন মৃধা, উপজেলা আওয়ামী লীগের সাবেক তথ্য ও গবেষণা সম্পাদক ইঞ্জিনিয়ার নিজামুদ্দিন এবং মো. খবিরুদ্দিন।

আরও পড়ুন

×