গোপালগঞ্জের সাবেক পৌর মেয়র রেজাউল হক মারা গেছেন

রেজাউল হক সিকদার রাজু
গোপালগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: ২৪ এপ্রিল ২০২৪ | ১৮:২৬
গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের শ্রমবিষয়ক সম্পাদক, জেলা মটর শ্রমিক লীগের আহ্বায়ক ও গোপালগঞ্জ পৌরসভার সাবেক মেয়র রেজাউল হক সিকদার রাজু (৬২) মারা গেছেন। বুধবার সকাল ৮টার দিকে রাজধানীর একটি হাসপাতালে তার মৃত্যু হয় (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে রেখে গেছেন। আজ বাদ আসর জানাজা শেষে তাঁকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
তাঁর মৃত্যুতে আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা শোক প্রকাশ করেছেন। এক শোকবার্তায় তিনি প্রয়াতের রুহের মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।
এ ছাড়া গোপালগঞ্জ-২ আসনের সংসদ সদস্য শেখ ফজলুল করিম সেলিমসহ স্থানীয় আওয়ামী লীগ নেতারা তাঁর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন।
- বিষয় :
- মৃত্যু
- প্রধানমন্ত্রীর শোক