ঢাকা বৃহস্পতিবার, ০৩ জুলাই ২০২৫

নাশকতার ২ মামলা

খুলনায় বিএনপির ৩২ নেতাকর্মী কারাগারে 

খুলনায় বিএনপির ৩২ নেতাকর্মী কারাগারে 

ছবি- সমকাল

খুলনা ব্যুরো

প্রকাশ: ২৪ এপ্রিল ২০২৪ | ১৯:১৬

নাশকতার ২ মামলায় খুলনা জেলা বিএনপির সদস্য সচিব এস এম মনিরুল হাসান বাপ্পীসহ ৩২ জন নেতাকর্মীকে জেলে পাঠিয়েছেন আদালত।

উচ্চ আদালতের দেওয়া আগাম জামিনের মেয়াদ শেষে বুধবার আত্মসমর্পণ করলে জেলা ও দায়রা জজ আদালত খুলনার বিচারক মাহমুদা খাতুন শুনানি শেষে এ আদেশ দেন। পরে পুলিশ তাদের কারাগারে নিয়ে যায়। 

নেতাদের মধ্যে রয়েছেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক খান জুলফিকার আলী জুলু, রূপসা উপজেলা বিএনপির সদস্য সচিব মোল্লা সাইফুর রহমান, পাইকগাছা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এস এম এনামুল হক, শ্রীফলতলা ইউনিয়ন বিএনপির সদস্য সচিব সাহাবুদ্দিন ইজাদার, ঘাটভোগ ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম পাইক, পাইকগাছা উপজেলা যুবদলের সদস্য সচিব কাউন্সিলর ইমরান হোসেন, পাইকগাছা পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সোহেল গাজীসহ ৩২ জন।

খুলনা জেলা বিএনপির আহ্বায়ক আমীর এজাজ খান জানান, রূপসা থানায় পুলিশের করা নাশকতা মামলায় ২২ ও পাইকগাছা থানায় করা মামলায় ১০ জনকে জেলহাজতে পাঠানো হয়েছে।

গত ২২ এপ্রিল পুলিশের করা নাশকতা মামলায় পাইকগাছা উপজেলা বিএনপির ১৬ জন নেতাকর্মীর জামিন নামঞ্জুর করে জেলহাজতে পাঠান আদালত। তা ছাড়া গত ১৬ এপ্রিল ডুমুরিয়া উপজেলা বিএনপির ৭৫ নেতাকর্মীকে জেলে পাঠানো হয়।

এদিকে একের পর এক মামলায় নেতাকর্মীকে কারাগারে পাঠানোর ঘটনায় বুধবার এক বিবৃতিতে উদ্বেগ ও নিন্দা জানিয়েছেন খুলনা জেলা ও মহানগর বিএনপির নেতারা।

বিবৃতিদাতারা হলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির ছাত্রবিষয়ক সম্পাদক রকিবুল ইসলাম বকুল, তথ্যবিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল, খুলনা মহানগর বিএনপির আহ্বায়ক শফিকুল আলম মনা, জেলা বিএনপির আহ্বায়ক আমীর এজাজ খান ও মহানগর বিএনপির সদস্য সচিব শফিকুল আলম তুহিন।

আরও পড়ুন

×