ঢাকা শনিবার, ০৫ জুলাই ২০২৫

চট্টগ্রামে ফ্লাইওভারের কৃত্রিম ঘাসে আগুন

চট্টগ্রামে ফ্লাইওভারের কৃত্রিম ঘাসে আগুন

ছবি-সমকাল

চট্টগ্রাম ব্যুরো

প্রকাশ: ২৪ এপ্রিল ২০২৪ | ২১:৫৩ | আপডেট: ২৪ এপ্রিল ২০২৪ | ২১:৫৪

চট্টগ্রাম নগরের আখতারুজ্জামান চৌধুরী ফ্লাইওভারের একটি পিলারের কৃত্রিম ঘাসে (টার্ফ) আগুনের ঘটনা ঘটেছে। বুধবার বেলা আড়াইটায় নগরের দামপাড়া পুলিশ লাইনের সামনে এই ঘটনা ঘটে।

জানা যায়, সৌন্দর্যবর্ধনের জন্য ফ্লাইওভারের পিলারে কৃত্রিম ঘাস লাগানো হয়। আগুনে ঘাস পুড়ে যায়। পরে ফায়ার সার্ভিসের একটি গাড়ি এসে আগুন নেভায়।

সৌন্দর্যবর্ধনের দায়িত্বপ্রাপ্ত প্রতিষ্ঠান ট্রেডম্যাক্সের প্রকল্প পরিচালক পলাশ খাস্তগীর বলেন, ফ্লাইওভারের নিচের জায়গায় একদল কিশোর বসেছিল। তারা আগুন লাগাতে পারে বলে ধারণা করা হচ্ছে। আগুনে পিলারের গায়ে লাগানো কৃত্রিম ঘাসের আচ্ছাদন পুড়ে গেছে। এর বেশি কোনো ক্ষয়ক্ষতি হয়নি। ফায়ার সার্ভিসের একটি গাড়ি এসে আগুন নিভিয়ে ফেলে।

আরও পড়ুন

×