ঢাকা রবিবার, ০৬ জুলাই ২০২৫

সড়ক দুর্ঘটনাকে জাতীয় সমস্যা ঘোষণাসহ ৪ দাবি নিসচার

সড়ক দুর্ঘটনাকে জাতীয় সমস্যা ঘোষণাসহ ৪ দাবি নিসচার

সিলেটে নিরাপদ সড়ক চাই- এর মানববন্ধন

সিলেট ব্যুরো

প্রকাশ: ২৪ এপ্রিল ২০২৪ | ২২:০৭ | আপডেট: ২৪ এপ্রিল ২০২৪ | ২২:০৮

সিলেট বিভাগে সড়ক দুর্ঘটনা এবং হতাহতের সংখ্যা বাড়ায় স্থানীয় প্রশাসনের নজরদারি ও পরিবহন সেক্টরে শৃঙ্খলা ফিরিয়ে আনার আহ্বান জানিয়েছে নিরাপদ সড়ক চাই (নিসচা)। বুধবার সংগঠনের উদ্যোগে আয়োজিত এক মানববন্ধনে এ আহ্বান জানানো হয়।

নিসচার সিলেট জেলা শাখার উদ্যোগে কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে অনুষ্ঠিত মানববন্ধনে উপস্থিত ব্যক্তিরা চার দফা দাবি পেশ করেছেন। এগুলো হলো- সড়ক দুর্ঘটনা জাতীয় সমস্যা হিসেবে ঘোষণা করা, সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতিকে প্রধান করে বিশিষ্টজনের সমন্বয়ে জাতীয় সেল গঠন, সড়ক পরিবহন আইন ২০১৮-এর আলোকে দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ দেওয়া ও পুনর্বাসনের লক্ষ্যে গঠিত ট্রাস্টের নীতিমালা অনুযায়ী তা বাস্তবায়ন করা।

নিসচা জেলা শাখার আহ্বায়ক জহিরুল ইসলাম মিশুর সভাপতিত্বে ও সদস্য রাশেদুজ্জামান রাশেদের পরিচালনায় মানববন্ধনে বক্তব্য দেন সদস্য সচিব সাইফুল করিম চৌধুরী হায়াত। নিরাপদ সড়ক নিয়ে জনসচেতনতামূলক সংগীত পরিবেশন করেন বাউল আবদুল খালিক। 

অন্যদের মধ্যে বক্তব্য দেন সিলেট অনলাইন প্রেস ক্লাবের সভাপতি মুহিত চৌধুরী, নিসচা জেলার যুগ্ম আহ্বায়ক শফিকুর রহমান চৌধুরী, বাউলশিল্পী বিরহী কালা মিয়া, প্রধান শিক্ষক জামাল উদ্দিন, শিক্ষার্থী তৌফিকুর রহমান নাদিম প্রমুখ।
 

আরও পড়ুন

×