প্রাণিসম্পদমন্ত্রী
যাদের জাত-ধর্ম নেই, তারাই শ্রমিক হত্যাকাণ্ড ঘটিয়েছে

সভায় বক্তব্য রাখছেন মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী মো. আব্দুর রহমান। ছবি: সমকাল
ফরিদপুর অফিস
প্রকাশ: ২৫ এপ্রিল ২০২৪ | ২০:৪৯ | আপডেট: ২৫ এপ্রিল ২০২৪ | ২১:০০
ফরিদপুরের মধুখালীতে দুই নির্মাণশ্রমিককে হত্যার প্রসঙ্গে মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী মো. আব্দুর রহমান বলেছেন, যাদের কোনো জাত নেই, ধর্ম নেই তারাই দুই শ্রমিককে পিটিয়ে হত্যা করেছে। তারা মুসলিমও না, হিন্দুও না, তারা খুনি।
বৃহস্পতিবার দুপুর ১২টায় ফরিদপুরের মধুখালীতে সামাজিক সম্প্রীতি কমিটির সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। উপজেলার মাল্টিপারপাস মিলনায়তনে এ সভার আয়োজন করা হয়।
প্রাণিসম্পদমন্ত্রী বলেন, অপরাধীরা মনে করেছে, এ হত্যাকাণ্ড ঘটিয়ে পার পেয়ে যাবে, তার কোনো সুযোগ নেই। তাদের বিচারের আওতায় এনে হত্যার সর্বোচ্চ শাস্তি ফাঁসিতে ঝুলিয়ে বিচার করা হবে। ইতোমধ্যেই এ ঘটনায় ১৫ আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।
তিনি বলেন, আমাদের সমাজে কে হিন্দু, কে মুসলমান কে কোন জাতি এটা বড় বিষয় নয়, আমরা সকলেই মানুষ। কোনো মানুষই এ ঘটনাটিকে মেনে নিতে পারছে না। সবাই শোকাহত পরিবারটির পাশে দাঁড়িয়েছে।
আইনশৃঙ্খলা বাহিনীর উদ্দেশে আব্দুর রহমান বলেন, আপনারা অনেক কষ্ট করছেন হত্যাকাণ্ডের তথ্য উদঘাটনের জন্য। হয়তো কেউ কেউ ঘটনাটিকে অন্যদিকে প্রভাবিত করার জন্য চেষ্টা চালাচ্ছেন। সেদিকে আপনারা সতর্ক অবস্থানে থাকুন। কোনোভাবেই এ শান্তি প্রিয় এলাকাকে অশান্ত করতে দেওয়া হবে না। যারা ঘটনাটি ঘটেছে, শিগগিরই তাদের বিচার হবে। এ বিচার নিহত দুই ভাইয়ের মা-বাবা দেখে যেতে পারবেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মামনুন আহমেদের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য রাখেন বিজিবির উপ-অধিনায়ক মেজর বজলুল হুদা, নিহত দুই শ্রমিকের বাবা শাহাজাহান শেখ, মধুখালী সার্কেলের এএসপি মিজানুর রহমান, ফরিদপুর ইসলামিক ফাউন্ডেশন উপ-পরিচালক শাহাবুদ্দিন আহমেদ, পৌর মেয়র মোর্শেদ রহমান, উজানদিয়া মডেল মসজিদের ইমাম হাফেজ আলম হোসেন, উপজেলা পূজা উদ্যাপন কমিটির সভাপতি সুবাস রায় প্রমুখ।
- বিষয় :
- ফরিদপুর
- আব্দুর রহমান
- শ্রমিক নিহত