লালমনিরহাটে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

ফাইল ছবি
লালমনিরহাট প্রতিনিধি
প্রকাশ: ২৬ এপ্রিল ২০২৪ | ১১:১৩ | আপডেট: ২৬ এপ্রিল ২০২৪ | ১১:২৮
লালমনিরহাটের পাটগ্রাম সীমান্তে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে আবুল কালাম (২৪) নামে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন।
শুক্রবার ভোরে উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের ঝালাঙ্গী এলাকায় এ ঘটনা ঘটে। পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু সাইদ বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহত আবুল কালাম ওই ইউনিয়নের ইসলামপুর ডাঙ্গাপাড়া গ্রামের মৃত অপির উদ্দিনের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার রাতে আবুল কালামসহ আরও কয়েকজন শ্রীরামপুর ঝালাঙ্গী সীমান্তের ৮৪৮ মেইন পিলারের ৯ নম্বর সাব পিলারের কাঁটাতার সংলগ্ন এলাকায় যান। এ সময় ভারতের ১৬৯ বিএসএফ ব্যাটালিয়নের ডোরাডাবরী ক্যাম্পের টহল দল তাদের লক্ষ্য করে গুলি করে। এতে আবুল কালাম গুলিবিদ্ধ হন। এসময় তার সঙ্গীরা তাকে টেনে বাংলাদেশ অংশে নিয়ে আসে। পরে গুরুতর অবস্থায় আবুল কালামকে হাসপাতালে নেওয়ার পথে মারা যান।
পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু সাইদ ঘটনার সত্যতা নিশ্চিত করেন জানান, খবর পেয়ে পুলিশ আবুল কালামের মরদেহ উদ্ধার করেছে।
- বিষয় :
- সীমান্তের শূন্য রেখা
- নিহত
- বিএসএফ