কালোমুখো হনুমানটি উদ্ধারের সিদ্ধান্ত

খাবারের সন্ধানে আসা কালোমুখো হনুমানটি বসেছিল দোকানের টিনের চালে। তাড়াশ পৌর শহরের বাজারে খেজুরতলা এলাকায় সমকাল
তাড়াশ (সিরাজগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: ২৯ এপ্রিল ২০২৪ | ২৩:০০
দেড় মাস ধরে কালোমুখো হনুমানটি তাড়াশের পৌর এলাকার বিভিন্ন মহল্লার বাসাবাড়ি, গাছপালা বা দোকানে দোকানে ঘুরছে। অত্যুৎসাহী শিশু-কিশোরদের কেউ ঢিল ছুড়ে কেউ বা যেচে খাওয়াতে গিয়ে বিরক্ত করছে প্রাণীটিকে। ভয়ে আতঙ্কে ছুটে চলা হনুমানটিকে উদ্ধার করে অবমুক্ত করার সিদ্ধান্ত হয়েছে আইনশৃঙ্খলা সভায়।
ইউএনও সুইচিং মং মারমার সভাপতিত্বে সভায় উপস্থিত সাংবাদিক এম আতিকুল ইসলাম বুলবুল প্রাণীটিকে উদ্ধারের দাবি জানান। পরে সভাপতি বন কর্মকর্তা মো. কামরুজ্জামানকে হনুমানটি দ্রুত উদ্ধারের নির্দেশ দেন।
দেড় মাস আগে ঘোষপাড়া, প্রফেসরপাড়া, বারোয়ারি বটতলাসহ বাজার এলাকায় হনুমানটির দেখা মেলে। কালোমুখো হনুমানটিকে দেখতে পেলেই শিশু-কিশোররা পিছু নেয়। কখনও পাউরুটি, বিস্কুট, কলা আবার কখনও গমের রুটি ছুড়ে দেয়। কেউ কেউ ঢিলও ছুড়ে আহত করেছে। এভাবে বিরক্ত করায় বন্যপ্রাণীটির জীবন বিপন্ন হয়ে ওঠে। ইদানীং ঠিকমতো খাবারও পাচ্ছে না।
পৌর এলাকার সুজন মাল জানান, অত্যুৎসাহী লোকজন হনুমানটিকে স্থির থাকতে দেয় না। দেখলেই সেলফি তুলতে ব্যস্ত হয়ে পড়ে। এক পর্যায়ে ক্লান্ত হনুমানটি শুয়ে পড়ে কোনো বাড়ির বারান্দা বা উঠানে।
কলেজ শিক্ষক শফিউল হক বাবলু জানান, এলাকাসংলগ্ন হাটিকুমরুল-বনপাড়া মহাসড়ক। ধারণা করা হচ্ছে, দেশের বনাঞ্চল থেকে আসা কোনো ট্রাকে করে হনুমানটি এই এলাকায় এসেছে।
উপজেলা বন কর্মকর্তা মো. কামরুজ্জামান বলেন, দ্রুতই হনুমানটিকে উদ্ধার করে অবমুক্ত করা হবে। বিষয়টি রাজশাহী বিভাগীয় বন্যপ্রাণী ও সংরক্ষণ বিভাগকে জানানো হয়েছে।
- বিষয় :
- হনুমান