ঢাকা শনিবার, ০৫ জুলাই ২০২৫

দুই প্রার্থীর সমর্থকদের পাল্টাপাল্টি মানববন্ধন

দুই প্রার্থীর সমর্থকদের পাল্টাপাল্টি মানববন্ধন

শিবালয়ে মিথ্যা অভিযোগ দিয়ে হয়রানির প্রতিবাদে মঙ্গলবার মানববন্ধন করেন চেয়ারম্যান প্রার্থী রেজাউর রহমান খান জানুর সমর্থকরা সমকাল

 মানিকগঞ্জ প্রতিনিধি 

প্রকাশ: ০১ মে ২০২৪ | ০০:১৯

মানিকগঞ্জের শিবালয়ে হামলা ও হয়রানির অভিযোগে পাল্টাপাল্টি মানববন্ধন কর্মসূচি পালন করেছে উপজেলা নির্বাচনে ক্ষমতাসীন দলের দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকরা। মঙ্গলবার সকালে শিবালয় উপজেলার টেপড়া বাসস্ট্যান্ডে আলাদাভাবে এই কর্মসূচি পালিত হয়।

সকাল ১০টায় চেয়ারম্যান প্রার্থী ও জেলা আওয়ামী লীগ সহসভাপতি আব্দুর রহিম খানের সমর্থকরা মানববন্ধন কর্মসূচি পালন করেন। মানববন্ধন চলাকালে বক্তব্য দেন আওয়ামী লীগ নেতা লুৎফর রহমান সেন্টু, মোহাম্মদ আলী চৌধুরী টুলু, মজিবুর রহমান, ছাত্রলীগ নেতা নাজমুল ইসলাম জনি, উপজেলা মহিলা আওয়ামী লীগ সভাপতি রওশন আরা, প্রভাষক আজাদুর রহমান প্রমুখ। বক্তারা আব্দুর রহিম খানের গাড়ি লক্ষ্য করে ককটেল ও গুলি ছোড়ার নিন্দা ও প্রতিবাদ জানান। মানববন্ধন কর্মসূচি শেষে ঢাকা-আরিচা মহাসড়কে বিক্ষোভ মিছিল করা হয়।  

পরে দুপুর সাড়ে ১২টার দিকে পুলিশের কাছে মিথ্যা অভিযোগ দিয়ে হয়রানির প্রতিবাদে একই স্থানে মানববন্ধন কর্মসূচি পালন করে আরেক প্রার্থী উপজেলা আওয়ামী লীগ সভাপতি ও বর্তমান চেয়ারম্যান রেজাউর রহমান খান জানুর সমর্থকরা। মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য দেন রেজাউর রহমান খান জানুর বড় ছেলে ও জেলা আওয়ামী লীগের শিক্ষাবিষয়ক সম্পাদক ফাহিম রহমান খান রনি, আরুয়া ইউনিয়নের চেয়ারম্যান মোনায়েম মুনতাকিম রহমান খান অনিক, উপজেলা আওয়ামী লীগ নেতা আসলাম উদ্দিন মোল্লা, আব্দুল মজিদ, আব্দুর রহমান, আক্তার হোসেন আনন্দ প্রমুখ। 
শিবালয় থানার ওসি আব্দুর রউফ সরকার জানান, আব্দুর রহিম খানের পক্ষ থেকে গাড়িতে ককটেল নিক্ষেপের অভিযোগ পাওয়া গেছে। 

আরও পড়ুন

×