ঢাকা রবিবার, ০৬ জুলাই ২০২৫

ভৈরবে নৌ দুর্ঘটনায় ৯ জনের মৃত্যুর ৪০ দিন পর মাঝি গ্রেপ্তার

ভৈরবে নৌ দুর্ঘটনায় ৯ জনের মৃত্যুর ৪০ দিন পর মাঝি গ্রেপ্তার

গ্রেপ্তার মাঝি আল-আমিন। ছবি-সংগৃহীত

কিশোরগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ০২ মে ২০২৪ | ১৩:৫২

কিশোরগঞ্জের ভৈরবে মেঘনা নদীতে বাল্কহেডের ধাক্কায় পর্যটকবাহী নৌকাডুবির ঘটনায় অভিযুক্ত মাঝি আল-আমিনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

ঘটনার ৪০ দিন পর মঙ্গলবার বিকালে ভৈরবের নৌ-পুলিশ তাকে নরসিংদীর রায়পুরা থেকে গ্রেপ্তার করে। এ সময় বাল্কহেডটিও জব্দ করা হয়। ওই নৌকাডুবির ঘটনায় ৯ জনের মৃত্যু হয়েছিল।

আদালত পরিদর্শক সামছুল আলম সিদ্দিকী জানান, বুধবার বিকেলে কিশোরগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কিশোর দত্তের আদালতে আল আমিন ১৬৪ ধারায় অপরাধ স্বীকার করে জবানবন্দি দেন। এরপর তাকে কারাগারে পাঠানো হয়। 

তবে আল আমিনের সহযোগী হৃদয় মিয়া ঘটনার সপ্তাহখানেক পরই মালয়েশিয়ায় পাড়ি জমিয়েছেন বলে জানান নৌ থানার ওসি মনিরুজ্জামান।

গত ২২ মার্চ সন্ধ্যায় মেঘনা নদীতে বালুবাহী বাল্কহেডের ধাক্কায় পর্যটকবাহী নৌকাডুবির ঘটনায় পুলিশ সদস্যসহ ৯ জনের প্রাণহানি ঘটে। এ ঘটনায় নিহত পুলিশ কনস্টেবল সোহেল রানার বাবা আব্দুল আলিম বাদী হয়ে বাল্কহেডের মাঝি ও সুকানিসহ অজ্ঞাতনামা আরও কয়েকজনকে আসামি করে আশুগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন।

আরও পড়ুন

×