মৃত্যুর ৩০ বছর পর দেড় লাখ টাকার ফোম কেনেন নূর!
চেক প্রতারণা মামলা

প্রতীকী ছবি
আহমেদ কুতুব, চট্টগ্রাম
প্রকাশ: ০৩ মে ২০২৪ | ২৩:৫৮
কক্সবাজার সদর এলাকার বাসিন্দা নূর মোহাম্মদ মারা গেছেন ৩০ বছর আগে। তবুও সেই ব্যক্তিই কক্সবাজার থেকে চট্টগ্রাম এসে বাকিতে দেড় লাখ টাকার ফোম কিনেছেন। চট্টগ্রাম আদালতে তার নামে আর্থিক প্রতারণার মামলা হয়। সমন জারির পর হাজির না হওয়ায় ইস্যু হয় গ্রেপ্তারি পরোয়ানাও। পুলিশ হন্যে হয়ে আসামি গ্রেপ্তারের জন্য খুঁজতে থাকে। কিন্তু আসামির বদলে পুলিশ সন্ধান পায় তাঁর মৃত্যুসনদের। পরে কক্সবাজার সদর থানা থেকে আসামির মৃত্যুসনদ ও জারি হওয়া ওয়ারেন্ট চট্টগ্রাম আদালতে ফেরত পাঠানো হয়। আড়াই যুগ আগে মৃত ব্যক্তির নামে মামলার ঘটনায় চট্টগ্রাম আদালতে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। চট্টগ্রাম প্রথম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জুয়েল দেবের আদালতে এ মামলার বিচার চলছে।
মৃত নূর মোহাম্মদ কক্সবাজার সদরের বড় বাজার রোডের প্রপ্রাইটর নূর মোহাম্মদ কমপ্লেক্সের স্বত্বাধিকারী হিসেবে উল্লেখ রয়েছে। তার বিরুদ্ধে চেক প্রতারণার মামলাটি করেন চট্টগ্রাম নগরের এনায়াত বাজারের ৪ বাটালী রোড এলাকার ব্যবসায়ী সৈয়দ ফরহাদ হোসাইন। তিনি লোকমান কয়ার ফোম ইন্ডাস্ট্রিজ লিমিটেডের পরিচালক।
মামলার বাদী ফরহাদ হোসাইন বলেন, বাকিতে ফোম কিনে চেক দিয়েছিলেন। সেই চেক ব্যাংককে জমা দিলে হিসাবে পর্যাপ্ত টাকা না থাকায় ডিজঅনার হয়। আইন অনুযায়ী চেক প্রতারণার মামলা করি। আসামি নূর মোহাম্মদ ৩০ বছর আগে মারা গেছেন কিনা, সেই বিষয়টি জানা নেই। মালপত্র নেওয়ার পর চেক দেওয়ায় তার বিপরীতে মামলাটি করা হয়েছে। কে আসল, কে নকল নূর মোহাম্মদ তা জানি না।
নূর মোহাম্মদের ছেলে মোবারক হোসেন বলেন, বাবা ৩০ বছর আগে মারা গেছেন। আগে ফোমের ব্যবসা করলেও করোনার সময় বন্ধ ছিল। এখন দোকান থাকলেও তেমন ব্যবসা করা হয় না। আমরা পাঁচ ভাই। চট্টগ্রামের ব্যবসায়ীকে আমার মৃত বাবা কীভাবে চেক দিলেন, তা জানি না।
আসামি গ্রেপ্তার করতে গিয়ে মৃত ব্যক্তির হদিস পাওয়া কক্সবাজার সদর থানার এসআই রিয়াজ উদ্দিন বলেন, গ্রেপ্তারি পরোয়ানা পেয়ে আসামি নূর মোহাম্মদকে গ্রেপ্তার করতে গিয়ে তার স্বজন ও স্থানীয়রা জানান, তিনি ১৯৯১ সালের ৬ এপ্রিল হৃদরোগে মারা যান। তার মৃত্যুসনদও দিয়েছেন। মৃত ব্যক্তির নামে কীভাবে মামলা হলো, তা বুঝতে পারছি না। প্রতিবেদন দিয়ে আদালতে পুরো বিষয়টি জানানো হয়েছে।
মামলা অনুসারে, চট্টগ্রামের এনায়েত বাজারের লোকমান কয়ার ফোম ইন্ডাস্ট্রিজ লিমিটেড থেকে ফোম কিনে আসামির প্রতিষ্ঠান নূর মোহাম্মদ ম্যাট্রেস স্টোর ১ লাখ ৫৬ হাজার টাকার অনলাইন চেক দেয়। ওই বছরের ১৮ অক্টোবর চেকটি ব্যাংকে জমা দিলে তা ডিজঅনার হয়। পরে ২০২২ সালের ৪ জানুয়ারি চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে চেক প্রতারণার মামলা করা হয়। ওই বছরের ৮ মে আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন আদালত। চলতি বছরের ২০ জানুয়ারি কক্সবাজার সদর থানার এসআই রিয়াজ উদ্দিন চট্টগ্রাম আদালতে পাঠানো প্রতিবেদনে ৩০ বছর আগে আসামির মৃত্যুর বিষয়টি তুলে ধরেন। সম্প্রতি মামলাটির শুনানির দিন ধার্য থাকলেও তা হয়নি। মামলাটির পরবর্তী তারিখ আগামী ১৭ জুলাই এ-সংক্রান্ত পুলিশ প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন আদালত।
চট্টগ্রামের ফৌজদারি আইনজীবী আবদুল্লাহ আল বেলাল বলেন, পণ্য নিয়ে অর্থ পরিশোধ না করা একটি জালিয়াতি। আবার মৃত ব্যক্তির চেক দিয়ে প্রতারণা করা আরেকটি জালিয়াতি। এখানে জালিয়াতির ওপর জালিয়াতির ঘটনা ঘটেছে।
- বিষয় :
- চেক প্রতারণা