সেই চেয়ারম্যান প্রার্থীর ব্যাগে মিললো ২৪ লাখ টাকা

আটক চেয়ারম্যান পদপ্রার্থী ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহিনুজ্জামান শাহীন। ছবি-সমকাল
পাবনা অফিস
প্রকাশ: ০৭ মে ২০২৪ | ১৩:০৩ | আপডেট: ০৭ মে ২০২৪ | ১৩:০৬
দুই ব্যাগ টাকাসহ আটক পাবনার সুজানগর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহিনুজ্জামান শাহীনের কাছ থেকে পাওয়া গেছে প্রায় ২৪ লাখ টাকা। ভোটারদের মাঝে টাকা বিতরণের সময় সোমবার রাত ১টার দিকে সুজানগরের চর ভবানিপুর মুজিব বাঁধের ওপর থেকে তাকে আটক করে র্যাব। এ সময় তার ১১ জন সহযোগীকেও আটক করা হয়।
মঙ্গলবার ভোর সাড়ে ৩টার দিকে র্যাব-১২ পাবনা ক্যাম্পে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান কোম্পানি কমান্ডার মেজর এহতেশামুল হক খান। তিনি জানান, সুষ্ঠু নির্বাচনের আয়োজনের অংশ হিসেবে টহলরত অবস্থায় শাহিনুজ্জামান শাহীনসহ ১১ জনকে আটক করা হয়। এ সময় শাহিনের কাছ থেকে দুই ব্যাগ ভর্তি প্রায় ২৪ লাখ টাকা জব্দ করা হয়েছে। টাকাগুলো নির্বাচনকে প্রভাবিত করার জন্য ব্যবহার করা হচ্ছিল বলে শাহিনুজ্জামান শাহীন জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন। এ ব্যাপারে সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তাকে জানানো হয়েছে। তিনি আইনগত ব্যবস্থা গ্রহণ করবেন।
বুধবার পাবনার সুজানগর উপজেলা পরিষদের নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। নির্বাচনে আনারস প্রতীকের শাহীনুজ্জামান শাহীনের সঙ্গে একমাত্র প্রতিদ্বন্দ্বী উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল ওহাব (মোটরসাইকেল)।
- বিষয় :
- উপজেলা নির্বাচন
- অপরাধ
- সুজানগর