ঢাকা শনিবার, ০৫ জুলাই ২০২৫

জয়পুরহাটে ভ্যান ছিনতাইয়ের পর চালককে হত্যা মামলায় তিনজনের মৃত্যুদণ্ড

জয়পুরহাটে ভ্যান ছিনতাইয়ের পর চালককে হত্যা মামলায় তিনজনের মৃত্যুদণ্ড

ছবি: সমকাল

জয়পুরহাট প্রতিনিধি

প্রকাশ: ০৭ মে ২০২৪ | ১৭:৩৭

জয়পুরহাটের কালাইয়ে ভ্যান ছিনতাইয়ের পর চালক আবু সালামকে হত্যা মামলায় তিনজনের মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। সেই সঙ্গে তাদের প্রত্যকের ৫০ হাজার টাকা জড়িমানা করা হয়েছে।

মঙ্গলবার (৭ মে ) দুপুরে অতিরিক্ত দায়রা জজ-১ আদালতের বিচারক মো. নূরুল ইসলাম এক আসামির অনুপস্থিতিতে এ রায় দেন। এ তথ্য নিশ্চিত করেছেন আদালতের সরকারি কৌঁসুলি নৃপেন্দ্রনাথ মণ্ডল।  

মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন- কালাই পৌরশহরের আঁওড়া মহল্লার মৃত মোসলেম উদ্দিনের ছেলে মোস্তাক আহমেদ মোস্তাক (৩৮), একই মহল্লার মৃত জসিম উদ্দিনের ছেলে হাফিজার রহমান (৪৭) এবং জাহাঙ্গীর হোসেনের ছেলে হারুন অর রশিদ হারুন (৩৯)। এদের মধ্যে পলাতক রয়েছেন হারুন অর রশিদ। আর নিহত ভ্যান চালক আবু সালাম জয়পুরহাট সদরের দূর্গাদহ বাজার এলাকার বাসিন্দা ছিলেন।

মামলার বিবরণে জানা গেছে, ২০০৫ সালের ১২ জানুয়ারি রাতে আসামিরা জয়পুরহাট সদর উপজেলার দুর্গাদহ এলাকার ভ্যানচালক আবু সালামকে ভাড়া করে নিয়ে আসেন। এরপর ভ্যান কেড়ে নিয়ে তাকে শ্বাসরোধে হত্যা করে আঁওড়া মহল্লার হাজরাপুকুর নামক স্থানে একটি পুরাতন কবরে মরদেহ মাটি চাপা দিয়ে রাখেন। পরদিন ১৩ জানুয়ারি বিকেলে স্থানীয় লোকজন জীবজন্তু খাওয়া অবস্থায় কবরে মরদেহের পা দেখতে পান। পরে পুলিশকে খবর দিলে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে মর্গে পাঠায়। এ ঘটনায় কালাই থানার তৎকালীন পরিদর্শক মির্জা মো. শাহাজাহান আলী বাদী হয়ে একটি মামলা করেন। এ মামলার দীর্ঘ শুনানি শেষে বিজ্ঞ আদালত আজ এ রায় দেন।

আরও পড়ুন

×