ঢাকা শুক্রবার, ০৪ জুলাই ২০২৫

ঝিনাইদহ-১ উপনির্বাচন

আদালতের স্থগিতাদেশ থাকায় মনোনয়নপত্র নেননি রিটার্নিং কর্মকর্তা

আদালতের স্থগিতাদেশ থাকায় মনোনয়নপত্র নেননি রিটার্নিং কর্মকর্তা

প্রতীকী ছবি

শৈলকুপা (ঝিনাইদহ) প্রতিনিধি

প্রকাশ: ০৭ মে ২০২৪ | ২৩:০১

তপশিল অনুযায়ী ঝিনাইদহ-১ (শৈলকুপা) আসনের উপনির্বাচনে মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ছিল আজ মঙ্গলবার। এদিন বিকেল ৫টা পর্যন্ত মনোনয়নপত্র গ্রহণ করার কথা ছিল রিটার্নিং কর্মকর্তা হুমায়ন কবিরের। কিন্তু আদালতের স্থগিতাদেশ থাকায় আজ তিনি কোনো প্রার্থীর মনোনয়নপত্র গ্রহণ করেননি।

রিটার্নিং কর্মকর্তা বলেন, আজ ছিল মনোনয়নপত্র দাখিলের শেষ দিন। কিন্তু ৬ মে একটি মামলাজনিত কারণে নির্বাচনের তপশিল তিন সপ্তাহের জন্য স্থগিত করেছেন হাইকোর্ট। ফলে আদালতের নির্দেশনা অনুযায়ী কোনো মনোনয়নপত্র গ্রহণ করা যায়নি। এমনকি আওয়ামী লীগ মনোনীত প্রার্থীও মনোনয়নপত্র জমা দিতে এসে ফিরে গেছেন।

ঝিনাইদহ-১ আসনে দ্বাদশ সংসদ নির্বাচনের ফলাফলে ত্রুটি উল্লেখ করে স্বতন্ত্র প্রার্থী ট্রাক মার্কার নজরুল ইসলাম হাইকোর্টে রিট করেছিলেন। ফলে নৌকার বিজয়ী প্রার্থী আব্দুল হাইয়ের গেজেট স্থগিত করা হয়। এর পর আপিলে হাইকোর্টের রায় স্থগিত করেন আপিল বিভাগ। এ রিটের নিষ্পত্তি না হওয়ায় ফের নজরুল ইসলামের আইনজীবীর আবেদনে তিন সপ্তাহের জন্য তপশিল স্থগিত করেন হাইকোর্ট।
 

আরও পড়ুন

×