ঢাকা শুক্রবার, ০৪ জুলাই ২০২৫

সিদ্ধিরগঞ্জে হেলে পড়া সেই ভবন সিলগালা

সিদ্ধিরগঞ্জে হেলে পড়া সেই ভবন সিলগালা

ছবি- সমকাল

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি 

প্রকাশ: ০৮ মে ২০২৪ | ০৪:৩৪

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের হীরাঝিল আবাসিক এলাকায় ‘বিশ্বাস মঞ্জিল’ নামের হেলে পড়া সেই ছয় তলা ভবন থেকে সব বাসিন্দাকে নিরাপদে সরিয়ে সিলগালা করে দিয়েছে উপজেলা প্রশাসন।

মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে নারায়ণগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা দেদারুল ইসলামের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। এ সময়  নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক উপস্থিত ছিলেন।

এ বিষয়ে নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক ফখরউদ্দিন আহমেদ বলেন, পাশাপাশি দুটি ভবনের একটি আরেকটির ওপর হেলে পড়েছে। এতে অতি ঝুঁকিপূর্ণ হওয়ায় হেলে পড়া ভবন দুটির বিদ্যুৎ, পানি ও গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে এবং ভবনে থাকা ১৬টি পরিবারকে নিরাপদে সরানো হয়েছে। ভবনটিতে সতর্কতামূলক ব্যানার টানিয়ে দেওয়া হয়েছে। তদন্ত সাপেক্ষে হেলে পড়া ভবনটির বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত নেবে জেলা প্রশাসন।

এর আগে ঝুঁকিপূর্ণ এ বাড়ি থেকে কিছুসংখ্যক ভাড়াটিয়াকে অন্যান্য স্থানে স্থানান্তর করা হলেও দুর্ঘটনার ঝুঁকি নিয়ে কয়েকটি পরিবার বসবাস করছিল। 

জানা যায়, হীরাঝিল আবাসিক এলাকায় ৭ নম্বর রোডের ১২ নম্বর বাসাটি অবসরপ্রাপ্ত সাবেক সরকারি কর্মকর্তা মোহাম্মদ মহিউদ্দিন বিশ্বাসের। তিনি পরিবারসহ আমেরিকা প্রবাসী হয়ে সেখানে বসবাস করছেন। তাঁর অবর্তমানে বাড়ির দেখাশোনার দায়িত্ব দেওয়া হয় লিটন মিয়া নামের এক ব্যক্তিকে।

এলাকাবাসী জানান, বাড়িটি নির্মাণের সময় পাইলিং করা হয়নি। পরে একই মালিক পাশাপাশি আরেকটি ভবন নির্মাণ করেন। এই ঝুঁকিপূর্ণ বাড়িটি দীর্ঘদিন ধরে টিকে থাকলেও তিন দিন ধরে এটি চৌধুরী ভিলা নামের আরেক ভবনের দিকে হেলে রয়েছে।

আরও পড়ুন

×