ঢাকা শুক্রবার, ০৪ জুলাই ২০২৫

চট্টগ্রামে হোটেলে আগুন, ধোঁয়ায় একজনের মৃত্যু

চট্টগ্রামে হোটেলে আগুন, ধোঁয়ায় একজনের মৃত্যু

ফাইল ছবি

চট্টগ্রাম ব্যুরো

প্রকাশ: ০৮ মে ২০২৪ | ১৯:০৩

চট্টগ্রাম নগরের অলঙ্কার মোড়ের একটি আবাসিক হোটেলে অগ্নিকাণ্ড ঘটেছে। এ সময় ধোঁয়ায় দম বন্ধ হয়ে আব্দুল বারেক (৫৫) নামে একজনের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার রাতে ‘হোটেল রোজ ভিউ’ নামের হোটেলে এ ঘটনা ঘটে।

নিহত বারেক চট্টগ্রামের সদ্বীপ উপজেলার বাসিন্দা। হোটেলের একটি কক্ষে তিনি ঘুমিয়ে ছিলেন। তিনি দীর্ঘদিন ধরে শ্বাসকষ্টে ভুগছিলেন বলে জানা গেছে।

আগ্রাবাদ ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক আব্দুর রাজ্জাক বলেন, বৈদ্যুতিক গোলযোগ থেকে হোটেলের স্টোর রুমে আগুন লাগে। রাত ১১টার দিকে খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে রাত পৌনে একটার দিকে আগুন নেভাতে সক্ষম হয়। পরে হোটেলের ৩০৬ নম্বর কক্ষ থেকে মুমূর্ষু অবস্থায় আব্দুল বারেককে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

পাহাড়তলী থানার পরিদর্শক (তদন্ত) রোজিনা খাতুন বলেন, আমরা প্রাথমিকভাবে জানতে পেরেছি আব্দুল বারেক দীর্ঘদিন ধরে শ্বাসকষ্টের রোগী ছিলেন। স্টোর রুমে লাগা আগুনের ধোঁয়া পাশ্ববর্তী কক্ষেও ছড়িয়ে পড়লে তিনি গুরুতর অসুস্থ হয়ে মারা যান।
 

আরও পড়ুন

×