যশোর বোর্ড
টানা ৩ বছর শীর্ষে সাতক্ষীরা, তলানিতে মেহেরপুর

ফাইল ছবি
যশোর অফিস
প্রকাশ: ১২ মে ২০২৪ | ১৬:৩৭ | আপডেট: ১২ মে ২০২৪ | ১৬:৪০
এসএসসিতে যশোর বোর্ডের অধীন খুলনা বিভাগের ১০ জেলার মধ্যে এবারও ভাল ফলের শীর্ষে সাতক্ষীরা জেলা। এ জেলা থেকে ৯৬ দশমিক ১২ ভাগ শিক্ষার্থী পাস করে বোর্ডের মধ্যে প্রথম হয়েছে। গতবছরও এই জেলা থেকে ৯১ দশমিক ৯৬ ভাগ শিক্ষার্থী পাস করে বোর্ডের মধ্যে প্রথম হয়েছিল। আর ২০২২ সালেও বোর্ডের মধ্যে সেরা ছিল এ জেলা। সে বছর ৯৭ দশমিক ৩৮ ভাগ শিক্ষার্থী পাস করেছিল। অর্থাৎ টানা তিন বছর শীর্ষস্থান ধরে রেখেছে জেলাটি।
আর পাসের হারের ভিত্তিতে বোর্ডের ফলাফলে তলানিতে নেমে গেছে মেহেরপুর জেলা। তাদের পাসের হার ৮৪ দশমিক ৯৬ ভাগ। গত বছর ষষ্ঠ অবস্থানে থাকা এই জেলাটির পাসের হার ছিল ৮৩ দশমিক ৭৩।
রোববার প্রকাশিত ফলাফল বিশ্লেষণ করে এ তথ্য পাওয়া গেছে। একই সঙ্গে বিষয়টি নিশ্চিত করেছেন যশোরে বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক ড. বিশ্বাস শাহিন আহম্মদ।
বোর্ডের তথ্য অনুযায়ী, যশোর বোর্ডে দ্বিতীয় অবস্থান ধরে রেখেছে খুলনা জেলা। খুলনা থেকে ৯৪ দশমিক ৬০ ভাগ পরীক্ষার্থী কৃতকার্য হয়েছে। গতবছরও দ্বিতীয় অবস্থানে থাকা এই জেলার পাসের হার ছিল ৯০ দশমিক ২১ ভাগ।
গতবছর দ্বিতীয় অবস্থানে থাকা যশোর জেলা এবার তৃতীয় অবস্থানে নেমে গেছে। এ জেলায় পাসের হার ৯৪ দশমিক ২২। গতবছর পাসের হার ছিল ৮৭ দশমিক ৫৩ শতাংশ।
টানা দু’বছর তলানিতে থাকা নড়াইল জেলা এবার ৪র্থ স্থানে উঠে এসেছে। এ বছর জেলার পাসের হার ৯৩ দশমিক ২৪। গতবছর এই জেলায় পাসের হার ছিল ৮০ শতাংশ।
৫ম অবস্থানে রয়েছে কুষ্টিয়া জেলা। এ জেলায় পাসের হার ৯১ দশমিক ৩৫ ভাগ। গতবছর পাসের হার ছিল ৮৫ দশমিক ২১ ভাগ।
এদিকে বাগেরহাট জেলা এবার দু’ধাপ নিচে নেমে ৬ষ্ঠ অবস্থানে রয়েছে। এই জেলার পাসের হার ৯১ দশমিক ২৭ ভাগ। গতবছর এ জেলায় পাসের হার ছিল ৮৬ দশমিক ০৬ ভাগ।
গতবছর ৯ম অবস্থানে থাকা মাগুরা জেলা এবার দু’ধাপ এগিয়ে ৭ম অবস্থানে উঠে এসেছে। এই জেলায় পাসের হার ৯১ দশমিক ০৯। গতবছর এই হার ছিল ৮০ দশমিক ৯৮।
এদিকে চুয়াডাঙ্গা জেলা এবার একধাপ নিচে নেমে ৮ম স্থানে রয়েছে। এই জেলায় পাসের হার ৯০ দশমিক ৮২ ভাগ। গতবছর এ হার ছিল ৮৩ দশমিক ৪৫ ভাগ।
গতবছর ৮ম স্থানে থাকা ঝিনাইদহ জেলা এবার ৯ম স্থানে রয়েছে। এই জেলার পাসের হার ৮৯ দশমিক ৫৯ ভাগ। গতবছর পাসের হার ছিল ৮৩ দশমিক ০৪ ভাগ।
- বিষয় :
- এসএসসি
- সাতক্ষীরা
- যশোর বোর্ড