রাজশাহী ক্যাডেট কলেজের সবাই গোল্ডেন জিপিএ-৫

রাজশাহী ক্যাডেট কলেজ। ছবি: সংগৃহীত
চারঘাট (রাজশাহী) প্রতিনিধি
প্রকাশ: ১২ মে ২০২৪ | ১৬:৫৬
এসএসসি পরীক্ষার ফলাফলে বরাবরের মতো ঈর্ষণীয় সাফল্য ধরে রেখেছে রাজশাহী ক্যাডেট কলেজ। এবছর এ কলেজ থেকে ৪৮ পরীক্ষার্থী অংশ নিয়ে সবাই গোল্ডেন জিপিএ-৫ পেয়েছে।
রোববার দুপুরে রাজশাহী ক্যাডেট কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ড. আ ফ ম মোরতাহান বিল্লাহ এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, কলেজের ৪৮ পরীক্ষার্থীর সবাই গোল্ডেন জিপিএ-৫ অর্জন করেছে। আমাদের শিক্ষকদের নিবিড় তত্ত্বাবধানে আজকের এ সফলতা।
তিনি আরও বলেন, ক্যাডেট কলেজগুলোতে শুধুমাত্র পড়ালেখা নয়, শারীরিক ও মানসিক উৎকর্ষ সাধনের জন্য মৌলিক সামরিক শিক্ষা এবং খেলাধুলা অনুশীলন করা হয়ে থাকে। এছাড়া সৃজনশীলতা বৃদ্ধির লক্ষ্যে সহ-পাঠ্যক্রমিক কার্যক্রমে অংশগ্রহণের ব্যাপক সুযোগ রয়েছে।
- বিষয় :
- এসএসসি
- রাজশাহী
- ক্যাডেট কলেজ