ঢাকা শনিবার, ০৫ জুলাই ২০২৫

নোয়াখালী জেনারেল হাসপাতাল

চিকিৎসক না থাকায় সেবাবঞ্চিত রোগীর মৃত্যুর অভিযোগ

চিকিৎসক না থাকায় সেবাবঞ্চিত রোগীর মৃত্যুর অভিযোগ

ফাইল ছবি

নোয়াখালী প্রতিনিধি

প্রকাশ: ১৩ মে ২০২৪ | ০৫:১৮

নোয়াখালীর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের দায়িত্বপ্রাপ্ত চিকিৎসক কর্মস্থলে উপস্থিত না থাকায় সেবা না পেয়ে রোগীর মৃত্যুর অভিযোগ উঠেছে। রোগী এ প্রতিষ্ঠানেরই চতুর্থ শ্রেণির কর্মচারী মো. হানিফ (৫৫)। তিনি নোয়াখালী পৌরসভার  ৫ নম্বর ওয়ার্ডের হরিনারায়ণপুর এলাকার মসজিদ বাড়ির মান্নাছ মিয়ার ছেলে। গতকাল রোববার সকাল ৯টার দিকে এ ঘটনা ঘটে। 

এদিকে এ ঘটনায় অভিযুক্ত চিকিৎসক শহীদুল ইসলাম চৌধুরী ওরফে সৈকতকে তাৎক্ষণিক হাতিয়ার ২০ শয্যা ভাসানচর হাসপাতালে বদলি করা হয়েছে। ঘটনা তদন্তে গঠন করা হয়েছে ৫ সদস্যের কমিটি।    

জানা যায়, গত দু’দিন ধরে শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে ভর্তি ছিলেন হানিফ। গতকাল সকালে তাঁকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার সময় পথে তিনি বেশি অসুস্থ বোধ করেন। এ জন্য তাঁকে নোয়াখালী জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে ফেরত আনা হয়। কিন্তু কর্তব্যরত চিকিৎসক সৈকত তখন উপস্থিত ছিলেন না। এতে সময়মতো চিকিৎসা না পেয়ে মারা যান হানিফ। ঘটনা জানাজানি হওয়ার পরই চতুর্থ শ্রেণির কর্মচারীরা তাৎক্ষণিক কর্মবিরতি পালন করেন। 
   
হানিফের মেয়ে ঝুমুরের অভিযোগ, ‘জরুরি বিভাগে দায়িত্বরত চিকিৎসক অনুপস্থিত ছিলেন। এতে চিকিৎসা না পেয়ে তাঁর বাবা মারা যান।’ হাসাপাতালের অন্য কর্মচারীরা একই তথ্য দিয়েছেন।   

জরুরি বিভাগে চিকিৎসক অনুপস্থিত থাকার বিষয়টি স্বীকার করেছেন নোয়াখালী জেনারেল হাসপাতালের আবাসিক কর্মকর্তা (আরএমও) সৈয়দ মহিউদ্দিন আবদুল আজিম। অভিযুক্ত চিকিৎসক সৈকত কোনো মন্তব্য করতে রাজি হননি। 

নোয়াখালী সিভিল সার্জন ডা. মাসুম ইফতেখার অভিযুক্তকে বদলির বিষয়টি নিশ্চিত করেছেন। স্বাধীনতা চিকিৎসক পরিষদের (স্বাচিপ) নোয়াখালী জেলা শাখার সাধারণ সম্পাদক ডা. মাহবুবুর রহমান বলেন, ডা. সৈকত আগেও কয়েকবার দায়িত্বে অবহেলায় অভিযুক্ত হন।   


 

আরও পড়ুন

×