বেলকুচিতে নির্বাচনী সহিংসতায় গুরুতর আহত আলীম মারা গেছেন

আব্দুল আলীম
সিরাজগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: ১৩ মে ২০২৪ | ১১:৫৭ | আপডেট: ১৩ মে ২০২৪ | ১৩:০২
সিরাজগঞ্জের বেলকুচি উপজেলা পরিষদ নির্বাচন পরবর্তী সহিংসতায় গুরুতর আহত আব্দুল আলীম (৫০) চিকিৎসাধীন অবস্থায় হাসপাতালে মারা গেছেন। মারধরের ঘটনায় আহত আলীমকে এনায়েতপুর খাজা ইউনুস আলী হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে চারদিন পর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে আজ সোমবার ভোরে মারা যান তিনি। তার মাথায় ও শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। তিনি দৌলতপুর ইউনিয়নের মোটরসাইকেল প্রতীকে পরাজিত প্রার্থী বদিউজ্জামান বদি ফকিরের সমর্থক ছিলেন।
বেলকুচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আনিছুর রহমান ও বেলকুচির দৌলতপুর ইউপি চেয়ারম্যান লাজুক বিশ্বাস আব্দুল আলীমের মৃত্যুর তথ্য নিশ্চিত করেছেন। পুলিশ আজ সোমবার সকালে মরদেহের সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে। এ বিষয়ে মামলার প্রস্ততি চলছে বলে জানিয়েছেন ওসি।
এদিকে, নিহতেরা স্বজনরা অভিযুক্ত একই গ্রামের বাসিন্দা প্রতিপক্ষ দোয়তকলম প্রতীকের সমর্থক চান মিয়া মিয়া, তার ছেলে রাসেল আহম্মেদ ও চান মিয়া ভাই আবুল হোসেনকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করে। এ নিয়ে এলাকায় উত্তেজনা চলছে।
স্থানীয় সূত্র জানায়, ৮ মে উপজেলা নির্বাচনে বেসরকারিভাবে ফলাফল ঘোষণার পর রাত ৯টায় বেলকুচির দৌলতপুর ইউনিয়নের মাহমুদপুর গ্রামে বেধড়ক মারধর ও কুপিয়ে মারাত্মক জখম করা হয় আব্দুল আলীমকে। দোয়াতকলম প্রতীকের বিজয়ী প্রার্থী আমিনুল ইসলাম সরকারের সমর্থকরা তাকে মারধর করে বলে অভিযোগ
উঠে।
বেলকুচির ওসি আনিছুর রহমান দাবি করেন, ‘নিহতের স্বজনরা মৌখিক অভিযোগ দিলে মারধর ও সংঘর্ষের ঘটনায় অভিযুক্ত তিনজনকে পুলিশ আটক করেছে। ভিকটিম-আসামিরা পরস্পর নিকট আত্মীয়। ভিকটিম আলীম পরাজিত প্রার্থী বদিউজ্জামান ফকিরের সমর্থক এবং অভিযুক্তরা বিজয়ী প্রার্থী আমিনুল ইসলাম সরকারের সমর্থক বলে গ্রামবাসী পুলিশকে জানিয়েছে।’
- বিষয় :
- নির্বাচনী সহিংসতা
- বেলকুচি
- উপজেলা নির্বাচন