ঘরের নিশ্চয়তা পেল সেই বৃদ্ধ দম্পতি

বৃদ্ধ দম্পতি
কুমারখালী (কুষ্টিয়া) প্রতিনিধি
প্রকাশ: ১৩ মে ২০২৪ | ২২:৫৪
কুষ্টিয়ার কুমারখালীতে ভ্যান চুরির ঘটনায় অসহায় সেই বৃদ্ধ দম্পতিকে আর্থিক সহায়তা পাঠিয়েছেন অজ্ঞাতপরিচয় এক ব্যক্তি। জেলা ডিবি পুলিশের মাধ্যমে ওই দম্পতিকে ২০ হাজার টাকা উপহার পাঠিয়েছেন তিনি।
ভুক্তভোগী বৃদ্ধ দম্পতি হলেন ভ্যানচালক লুৎফর রহমান লতিফ (৮৪) ও মোছা. রোকেয়া খাতুন (৫৫)। তারা কুমারখালী উপজেলার যদুবয়রা ইউনিয়নের জোতমোড়া গ্রামের বাসিন্দা।
গতকাল সোমবার দুপুরে কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপারের (ডিএসবি) কার্যালয়ে লুৎফর রহমানের হাতে উপহারের টাকা তুলে দেওয়া হয়। এ সময় অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মো. আতোয়ার রহমান, ডিবি পুলিশের ওসি মাহফুজুল হক চৌধুরী উপস্থিত ছিলেন।
গত শুক্রবার রাতে নিজ বাড়ি থেকে বৃদ্ধের ভ্যানটি চুরি হয়ে যায়। সম্ভাব্য সব স্থানে খোঁজাখুঁজি করেও ভ্যানের সন্ধান না পেয়ে পরদিন কুমারখালী থানায় একটি লিখিত অভিযোগ দেন তিনি। উপার্জনের একমাত্র অবলম্বন ভ্যানটি চুরি হওয়ায় স্বামী পরিত্যক্ত মেয়ে ও নাতিকে নিয়ে বৃদ্ধের চার সদস্যের পরিবার মানবেতর জীবনযাপন করছিল। এ নিয়ে গতকাল দৈনিক সমকাল পত্রিকায় ‘একমাত্র অবলম্বন হারিয়ে দিশেহারা বৃদ্ধ দম্পতি’ শিরোনামে একটি সংবাদ প্রকাশ হয়।
অজ্ঞাতপরিচয় ওই ব্যক্তির আর্থিক সহায়তা পেয়ে খুশি বৃদ্ধ দম্পতি। তবে ভ্যান কিনতে আরও অর্থের প্রয়োজনের কথা জানিয়ে লুৎফরের স্ত্রী রোকেয়া বলেন, ‘একজন ২০ হাজার টাকা দিছেন। কিন্তু ভ্যান কিনতে আরও ৪০ হাজার টাকা দরকার। ভ্যান হলে আবার টুকটাক করে চলতে পারতাম।’
এ বিষয়ে কুষ্টিয়া ডিবি পুলিশের ওসি মাহফুজুল হক চৌধুরী বলেন, পত্রিকায় অসহায় বৃদ্ধ দম্পতির খবর দেখে একজন মানবিক ব্যক্তি তাঁর কাছে ২০ হাজার টাকা পাঠিয়েছেন। তবে ওই ব্যক্তি তাঁর পরিচয় প্রকাশ না করতে অনুরোধ জানিয়েছেন।
- বিষয় :
- ঘর উপহার