ঢাকা শুক্রবার, ০৪ জুলাই ২০২৫

রাস্তায়-ড্রেনে ময়লা ফেললেই ব্যবস্থা: খুলনার মেয়র

রাস্তায়-ড্রেনে ময়লা ফেললেই ব্যবস্থা: খুলনার মেয়র

ছবি: সমকাল

খুলনা ব্যুরো

প্রকাশ: ১৫ মে ২০২৪ | ১৭:৫৩

খুলনা সিটি করপোরেশনের (কেসিসি) মেয়র তালুকদার আবদুল খালেক বলেছেন, খুলনা নগরীর প্রতিটি ওয়ার্ডে ময়লা ফেলার ডাস্টবিন রয়েছে। বেসরকারি এনজিওর লোকেরা বাড়ি বাড়ি গিয়ে ময়লা সংগ্রহ করেন। তারপরও কেউ কেউ ড্রেনে, রাস্তার পাশে ময়লা ফেলেন। নগরীতে সড়ক সংস্কারের কাজ চলছে। কাজ শেষ হওয়ার পর রাস্তায়-ড্রেনে কেউ ময়লা ফেললে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

বুধবার প্রান্তিক জনগোষ্ঠীর সামাজিক অন্তভুক্তির মাধ্যমে টেকসই নগরায়ন শীর্ষক সভায় প্রধান অতিথির বক্তব্যে সিটি মেয়র এসব কথা বলেন। নগরীর হোটেল টাইগার গার্ডেন ইন্টারন্যাশনালের সম্মেলন কক্ষে বেসরকারি উন্নয়ন সংস্থা সুশীলন এই সভার আয়োজন করে।

আলোচনায় সভায় মেয়র বলেন, প্রচণ্ড গরমে নগরীর বেশিরভাগ এলাকায় খাবার পানির সংকট দেখা দিয়েছে। মানুষ যাতে নিরাপদে পানি পান করতে পারে সে জন্য প্রতিটি ওয়ার্ডের পানির এটিএম বুথ স্থাপনের পরিকল্পনা রয়েছে। এ জন্য ওয়াসা কর্তৃপক্ষকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।

মেয়র বলেন, দাতা সংস্থা ইউএসএআইডি ও কাউন্টারপার্ট ইন্টারন্যাশনালের সহযোগিতায় সুশীলন ও নাগরিক সমাজের সম্মিলিত প্রচেষ্টায় নগরীর ৫ ও ৯নং ওয়ার্ডকে মডেল ওয়ার্ড হিসেবে তৈরির চেষ্টা চলছে। আমরা অন্য ওয়ার্ডগুলোকেও মডেল ওয়ার্ড হিসেবে গড়ে তুলতে পদক্ষেপ নিতে হবে। এক্ষেত্রে ওয়ার্ড কাউন্সিলরদেরকে ভূমিকা রাখতে হবে।

সভায় বিশেষ অতিথি ছিলেন বাগেরহাট-৩ আসনের সংসদ সদস্য হাবিবুন নাহার, খুলনা-১ আসনের সংসদ সদস্য ননী গোপাল মণ্ডল, খুলনা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী মো. আবদুুল্লাহ, খুলনা জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) বিতান কুমার মণ্ডল, কাউন্টারপার্ট  ইন্টারন্যাশনালের পিএআর কর্মসূচির চিফ অব পার্টির কেটি ক্রোক, প্রোগ্রাম ম্যানেজার (গর্ভনেন্স) তানিয়া আজুজি।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন কেসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা লস্কর তাজুল ইসলাম, নাগরিক সুরক্ষা কমিটির সভাপতি শেখ আশরাফুজ্জামান, কুয়েটের ইউআরপির বিভাগের বিভাগীয় প্রধান ড. তুষার কান্তি রায়, কেডিএর প্রধান প্রকৌশল কাজী সাবিরুল আলম, খুলনা প্রেস ক্লাবের সভাপতি এস এম নজরুল ইসলাম। সভাপতিত্ব করেন সুশীলনের নির্বাহী প্রধান মোস্তফা নুরুজ্জামান।

আরও পড়ুন

×