গৃহবধূ ও শিক্ষার্থী হত্যা মামলায় ২ জনের মৃত্যুদণ্ড

প্রতীকী ছবি
খুলনা ব্যুরো
প্রকাশ: ১৫ মে ২০২৪ | ১৮:৩৩ | আপডেট: ১৫ মে ২০২৪ | ১৮:৩৮
খুলনায় গৃহবধূ ও যশোরের কলেজছাত্র হত্যাকাণ্ডে দায়ের করা পৃথক দুটি মামলায় দুই আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত।
বুধবার সকালে খুলনার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৩ এর বিচারক আব্দুস ছালাম খান এবং বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক মতিয়ার রহমান পৃথক দুই রায়ে আসামি নুরুন্নবী ও রাজ্জাক পাটোয়ারীকে এই দণ্ড প্রদান করেন।
নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পাবলিক প্রসিকিউটর ফরিদ আহমেদ জানান, যৌতুকের দাবিতে ২০১১ সালের ২৫ আগস্ট খুলনা নগরীর বেলায়েত হোসেন সড়কের বাসভবনে আসামি নুরুন্নবী তার স্ত্রী জোহরা খাতুনকে শ্বাসরোধে হত্যা করে। এরপর স্ত্রীর মরদেহ এবং ছেলেকে ঘরে তালাবদ্ধ করে পালিয়ে যায়। এ ঘটনায় নিহতের ভাই সাদ্দাম হোসেন বাদী হয়ে ২৭ আগস্ট খুলনা থানায় হত্যা মামলা দায়ের করেন।
অপরদিকে ২০২০ সালের ১ জুন যশোরের অভয়নগরে কলেজছাত্র নুরুজ্জামান বাবুকে বাড়ি থেকে ডেকে নিয়ে হত্যা করা হয়। বাবুকে ইউনিয়নের পুড়াখালী গ্রামের সরকারি বাঁওড়ের পাশে নিয়ে নাইলনের রশি গলায় পেঁচিয়ে শ্বাসরোধে হত্যা করে রাজ্জাক।
এ ঘটনায় ৪ জুন বাবুর মরদেহ বাঁওড় থেকে উদ্ধারেরে পর তার বাবা ইমরান গাজী বাদী হয়ে অভয়নগর থানায় মামলা করেন।
- বিষয় :
- মৃত্যুদণ্ড
- মৃত্যুদণ্ডের আদেশ
- খুলনা