হৃদরোগে আক্রান্ত হলেও বাপ্পী কারাগারে চিকিৎসা পাননি

কারাগারে বিএনপি নেতা বাপ্পীর চিকিৎসা নিয়ে বৃহস্পতিবার খুলনায় বিএনপির সংবাদ সম্মেলন সমকাল
খুলনা ব্যুরো
প্রকাশ: ১৭ মে ২০২৪ | ০০:৪৫
খুলনার বিএনপি নেতারা অভিযোগ করেছেন, কারাগারে বন্দি থাকা অবস্থায় জেলা বিএনপির সদস্য সচিব এসএম মনিরুল হাসান বাপ্পী হৃদরোগে আক্রান্ত হয়েছিলেন। তাঁকে যথাযথ চিকিৎসা দেওয়ার অনুরোধ জানলেও কারা কর্তৃপক্ষ তা শোনেনি। সুচিকিৎসার অভাবে বাপ্পী এখন জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে।
বুধবার খুলনা বিএনপি কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলন এ অভিযোগ করা হয়। এতে লিখিত বক্তব্য পড়ে শোনান জেলা বিএনপির আহ্বায়ক আমীর এজাজ খান। তিনি বলেন, বিনা চিকিৎসায় বাপ্পীকে মৃত্যুর মুখে ঠেলে দেওয়ার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে মামলার পাশাপাশি কেন্দ্রীয় কারা কর্তৃপক্ষের কাছেও বিচারের দাবি জানানো হবে।
আমীর এজাজ বলেন, হাইকোর্টের আগাম জামিন শেষ হলে গত ২৪ এপ্রিল খুলনা জেলা জজ আদালতে হাজির হয়ে জেলা বিএনপির সদস্য সচিব বাপ্পী জামিনের আবেদন করেন। আদালত জামিন নামঞ্জুর করে তাঁকে জেলহাজতে পাঠান। ৩ মে কারাগারে তিনি অসুস্থ হয়ে পড়েন। তবে কারা কর্তৃপক্ষ তাঁর চিকিৎসার ব্যবস্থা করেনি।
তিনি বলেন, বিষয়টি উচ্চ আদালতকে অবহিত করলে ৬ মে রাতে চরম অসুস্থ অবস্থায় জামিনে মুক্তি লাভ করেন মনিরুল হাসান বাপ্পী। তাঁকে খুলনার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসকরা সিসিইউতে স্থানান্তর করেন।
চিকিৎসকরা জানান, গত ৩ মে কারান্তরীণ অবস্থায় বাপ্পী ‘হার্ট অ্যাটাক’ করেছিলেন। তাঁর হৃদযন্ত্রে তিনটি ব্লক ধরা পড়েছে। জরুরি ভিত্তিতে অস্ত্রোপচার করার পদক্ষেপ নেন তারা। তবে শারীরিক অবস্থা অনুকূলে না থাকায় তা করা সম্ভব হয়নি। উন্নত চিকিৎসার জন্য তাঁকে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। তাঁর অবস্থা আশঙ্কাজনক।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন খুলনা মহানগর বিএনপির আহ্বায়ক শফিকুল আলম মনা, সদস্য সচিব শফিকুল আলম তুহিন প্রমুখ।
জেল সুপার রফিকুল কাদের অভিযোগ অস্বীকার করে বলেন, বাপ্পী যে গুরুতর অসুস্থ– এমন কথা জানাননি চিকিৎসকরা। চিকিৎসকের পরামর্শ ছাড়া কাউকে আমরা তো উন্নত চিকিৎসার জন্য অন্য কোনো হাসপাতালে পাঠাতে পারি না।
- বিষয় :
- হৃদরোগে আক্রান্ত