আধিপত্য বিস্তারের জেরে দু’পক্ষের সংঘর্ষ, আহত ১৫

ফাইল ছবি
হরিণাকুণ্ডু (ঝিনাইদহ) প্রতিনিধি
প্রকাশ: ১৮ মে ২০২৪ | ১৬:২৮ | আপডেট: ১৮ মে ২০২৪ | ১৬:৩৪
ঝিনাইদহের হরিণাকুণ্ডুতে আধিপত্য বিস্তার নিয়ে দু’পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয়পক্ষের অন্তত ১৫ জন আহত হয়েছেন।
শনিবার সকাল ৯টার দিকে উপজেলার পোলভাতুড়িয়া গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে। ওই গ্রামের বর্তমান ইউপি সদস্য কুরবান আলী ও সাবেক সদস্য কাজি মশিউর রহমানের সমর্থকদের মধ্যে এ সংঘর্ষ হয় বলে জানা গেছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে প্রভাবশালী দু’পক্ষের মধ্যে এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে দ্বন্দ্ব চলে আসছে। সম্প্রতি ফসলের মাঠ থেকে বৃষ্টির পানি বের করা নিয়ে বিবদমান পক্ষ দুটির মধ্যে এক দফা সংঘর্ষ হয়। সেই ঘটনার জেরে শনিবার একই মাঠে কুরবান মেম্বারের দুই ভাই বিল্লাল ও মিঠুর সঙ্গে প্রতিপক্ষ মশিউর রহমানের সমর্থক হাসেম আলীর কথা কাটাকাটি হয়। পরে উভয়পক্ষ দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে।
এতে গ্রামের হাসু, কুরবান আলী, রাহুল, আবু তালেব, রেশমা খাতুন, পান্নু, সাহেব আলী, আবদুল গনিসহ অন্তত ১৩ জন আহত হন। এর মধ্যে অবস্থা গুরুতর হওয়ায় হাসুকে উন্নত চিকিৎসার জন্য কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ ১০ জনকে আটক করেছে।
কাপাশহাটিয়া ইউপি চেয়ারম্যান শরাফত দৌলা ঝন্টু জানান, কয়েক দিন আগে তুচ্ছ ঘটনায় তাদের মধ্যে সংঘর্ষ হয়েছিল। এরই জেরে আবারও সংঘর্ষে জড়িয়েছে দু’পক্ষ।
হরিণাকুণ্ডু থানার ওসি জিয়াউর রহমান জানান, কয়েক দিন আগের সংঘর্ষের বিষয়ে শনিবার উভয়পক্ষের মধ্যে সালিশি বৈঠক হওয়ার কথা ছিল। এর আগেই সকালে হাসেম আলী মাঠে ধান আনতে গেলে তাঁকে কুরবান মেম্বারের ২ ভাই মারধর করে। এ নিয়ে পরে দু’পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। খবর পেয়ে সেখানে পুলিশ পাঠিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে।
- বিষয় :
- সংঘর্ষ
- সংঘর্ষে আহত
- হরিণাকুণ্ডু