পাঠাগার ঘিরে চলছে বই পড়ার আন্দোলন

চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় স্বয়ম্ভর লাইব্রেরিতে বই পড়ায় ব্যস্ত পাঠক সমকাল
চুয়াডাঙ্গা প্রতিনিধি
প্রকাশ: ১৮ মে ২০২৪ | ২৩:০১
বই পড়ার অভ্যাস থেকে বর্তমান প্রজন্মের একটি বড় অংশ ক্রমেই দূরে সরে যাচ্ছে। এমন সময় আলমডাঙ্গায় স্বয়ম্ভর লাইব্রেরি নামের একটি পাঠাগার ঘিরে চলছে বই পড়া আন্দোলন। বইয়ের পাশাপাশি এক দল স্বেচ্ছাসেবকও রয়েছে এ পাঠাগারে।
সংশ্লিষ্টরা বলছেন, ১০ বছর আগে ৬১টি বই ও কয়েকজন পাঠকের হাত ধরে যাত্রা শুরু করে পাঠাগারটি। এখন বইয়ের সংখ্যা ৩ হাজারের বেশি। রয়েছে আট শতাধিক পাঠক। এর নেতৃত্বে রয়েছেন ৩০ জন উদ্যমী তরুণ-তরুণী, শিক্ষার্থী ও স্বেচ্ছাসেবক। আর নেপথ্যে আছে এক দল মুক্তমনা মানুষ।
জানা গেছে, পাঠকদের উদ্বুদ্ধ করতে পাঠাগারটিতে রয়েছে বইয়ের বিশাল সম্ভার। পাশাপাশি স্থানীয়, জাতীয় দৈনিকসহ মাসিক সাময়িকী। এসব পড়তে পাঠকদের কোনো অর্থ গুনতে হয় না। যে কেউ মোবাইল ফোনে অথবা অনলাইনে চাহিদা জানালেই পাঠাগারের কর্মী বাবলুর রহমান ও স্বেচ্ছাসেবকরা নির্দিষ্ট ঠিকানায় পৌঁছে দেন বই। পড়া শেষে ফেরতও নিয়ে আসেন।
বিশ্ববিদ্যালয়ে ভর্তি ইচ্ছুক রাকিব মাহমুদ পাঠাগারের স্বেচ্ছাসেবক হিসেবে রয়েছেন। তাঁর ভাষ্য, সম্মিলিত প্রচেষ্টায় শতাধিক পাঠক নিয়ে করোনাকালে যাত্রা শুরু হয় তাদের। বর্তমানে নিয়মিত পাঠক আট শতাধিক। খুব শিগগিরই পাঠক এক হাজারে উন্নীত হবে।
এসএসসি উত্তীর্ণ রাকিব হাসান ও সাব্বির রহমান ফিরোজকে সঙ্গে নিয়ে পাঠাগারটির প্রাণ ফেরাতে উদ্যোগী হয়েছিলেন শিক্ষার্থী ও স্বেচ্ছাসেবকরা। স্বয়ম্ভর পাবলিক লাইব্রেরি নামে ফেসবুক পেজও খোলেন তারা। এর পর সেখানে বইয়ের তালিকাসহ পোস্ট দিয়ে বলেন, ‘আপনারা বই পড়তে চাইলে ফেসবুকে নক বা ফোন নম্বরে কল করুন। আমাদের সদস্যরা বাড়িতে বই পৌঁছে দেবেন। পড়া শেষ হলে ফেরত নিয়ে আসবেন।’
স্বেচ্ছাসেবক ফিরোজ হাসান বলছিলেন, তাদের মাসজুড়ে থাকে নানা পরিকল্পনা। প্রতি মাসের প্রথম শুক্রবার থাকে স্বয়ম্ভর গ্রন্থ আলাপন। এ দিন পাঠকরা তাদের পড়া একটি বই থেকে আলোচনা করেন। লাইব্রেরিয়ান বাবলুর রহমানের ভাষ্য, স্বেচ্ছাসেবকদের পাশাপাশি তিনি পাঠকদের চাহিদা অনুযায়ী বাড়িতে বই পৌঁছে দেন।
স্বয়ম্ভর লাইব্রেরির উদ্যোক্তা ও জ্যেষ্ঠ সাংবাদিক এনামুল হক বলেন, ছাত্রজীবন থেকেই বিভিন্ন লেখকের বই পড়ার প্রতি আগ্রহ ছিল তাঁর। সে আগ্রহ থেকে আর সুন্দর সমাজ গঠনের লক্ষ্যে পাঠাগার গড়ে তোলার ইচ্ছা হয় তাঁর।
- বিষয় :
- পাঠাগার