ঢাকা শুক্রবার, ০৪ জুলাই ২০২৫

মাগুরার রেললাইন ঝিনাইদহ পর্যন্ত যাবে: মন্ত্রী

মাগুরার রেললাইন ঝিনাইদহ পর্যন্ত যাবে: মন্ত্রী

সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন রেলমন্ত্রী মো. জিল্লুল হাকিম। ছবি: সমকাল

মাগুরা প্রতিনিধি

প্রকাশ: ১৯ মে ২০২৪ | ০৩:৪৯

রেলমন্ত্রী মো. জিল্লুল হাকিম বলেছেন, মধুখালি হতে কামারখালি হয়ে মাগুরা শহর পর্যন্ত ব্রডগেজ রেলপথ নির্মাণ শীর্ষক প্রকল্পের কাজ চলমান। প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্দেশ দিয়েছেন এই রেলপথ মাগুরা পর্যন্ত সীমাবদ্ধ থাকবে না। এই রেললাইনটি মাগুরা থেকে সম্প্রসারিত হয়ে কালীগঞ্জ অথবা ঝিনাইদহের সঙ্গে সংযুক্ত হবে।

শনিবার দুপুরে মাগুরা সদর উপজেলার ঠাকুরবাড়ি এলাকায় নবনির্মিতব্য রেলওয়ে স্টেশন পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। 

রেলমন্ত্রী বলেন, প্রকল্পের কাজ প্রায় ৫০ শতাংশ শেষ হয়েছে। বাকি কাজ যেন দ্রুত শেষ করা যায় সেই চেষ্টা করছি। ফরিদপুর অংশে জমি অধিগ্রহণ শেষ হয়েছে।

তিনি আরও বলেন, মাগুরা অংশের জমি অধিগ্রহণের জটিলতা নিরসনের জন্য এসেছি। জমি অধিগ্রহণের জন্য এরই মধ্যে টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। সবকিছু সমাধান করে  যত দ্রুত সম্ভব আমারা কাজ শেষ করব।

এ সময় উপস্থিত ছিলেন মাগুরা-২ আসনের সংসদ সদস্য ড. শ্রী বীরেন শিকদার, রেলপথ মন্ত্রণালয়ের সচিব ড. মো. হুমায়ুন কবির, মাগুরা জেলা প্রশাসক মোহাম্মদ আবু নাসের বেগ, পুলিশ সুপার মশিউদ্দৌলা রেজা, জেলা পরিষদ চেয়ারম্যান পঙ্কজ কুমার কুন্ডু, প্রকল্প পরিচালক মো. আসাদুল হক প্রমুখ।

আরও পড়ুন

×