পরিষদে ঢুকে মারধরের মামলায় যুবলীগ নেতা গ্রেপ্তার

গ্রেপ্তার যুবলীগ নেতা আল মামুন। ছবি: সমকাল
সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি
প্রকাশ: ১৯ মে ২০২৪ | ০৫:০১
সরিষাবাড়ীতে পরিষদে ঢুকে ইউপি সদস্যকে মারধরের ঘটনায় যুবলীগ নেতা আল মামুনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শনিবার ভোরে রাজধানীর ধানমন্ডি এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করে পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন সরিষাবাড়ী থানার ওসি মুশফিকুর রহমান।
গ্রেপ্তার মামুন ডোয়াইল ইউনিয়নের চাপারকোনা গ্রামের আইনুদ্দিন মাস্টারের ছেলে ও সাবেক যুবলীগ নেতা। তাঁর বিরুদ্ধে মাদক, চাঁদাবাজি, যৌন হয়রানিসহ থানায় একাধিক মামলা রয়েছে।
পুলিশ জানায়, গত বুধবার দুপুরে দলবল নিয়ে ডোয়াইল ইউনিয়ন পরিষদ কার্যালয়ের সচিবের কক্ষে ঢোকেন যুবলীগ নেতা মামুন। এ সময় পরিষদের উদ্যোক্তা ইমরান হোসেনকে মেয়ের জন্মনিবন্ধন সনদ দিতে চাপ দেন মামুন। সনদ দিতে দেরি হওয়ায় হাত ভেঙে ফেলার হুমকি দেন তিনি। এর পর সচিবের কক্ষে বসে থাকা ইউপি সদস্য রেজাউল করিমের সঙ্গে তর্কে জড়িয়ে পড়ে এই যুবলীগ নেতা। সচিব ও উদ্যোক্তার সঙ্গে খারাপ আচরণ করতে নিষেধ করেন ইউপি সদস্য রেজাউল করিম। এ কারণে তাঁকে কিল-ঘুষি-লাথি মেরে আহত করেন মামুন।
সরিষাবাড়ী থানার ওসি মুশফিকুর রহমান বলেন, ডোয়াইল ইউনিয়ন পরিষদের সদস্যকে মারধরের ঘটনায় মামুনের বিরুদ্ধে থানায় মামলা হয়েছে। পরে তথ্যপ্রযুক্তির সহায়তায় তাঁর অবস্থান শনাক্ত করে ঢাকা থেকে গ্রেপ্তার করা হয়। তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।