নামাজ পড়তে বেরিয়ে কুকুরের আক্রমণে যুবকের মৃত্যু: ১২টি কুকুর পিটিয়ে ‘হত্যা’

ফাইল ছবি
নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি
প্রকাশ: ২০ মে ২০২৪ | ২১:৫৯
ময়মনসিংহের নান্দাইলে কুকুরের সংঘবদ্ধ আক্রমণে ইজাজুল হক নামে এক যুবকের মৃত্যু ১২টি কুকুরকে পিটিয়ে ‘হত্যার’ ঘটনা ঘটেছে। রোব ও সোমবার ভোরে পিটিয়ে কুকুর হত্যা করা হয় বলে খবর পাওয়া গেছে।
জানা যায়, শনিবার ফজরের নামাজ পড়ার উদ্দেশে বাসা থেকে মসজিদের দিকে যাচ্ছিলেন শেরপুর গ্রামের ছমির আলীর ছেলে ইজাজুল (৩৬)। পথে একদল পাগলা কুকুরের আক্রমণের শিকার হন তিনি। স্থানীয়রা জানান, ওই মহল্লায় বেশ কয়েকটি কুকুর দলবদ্ধ হয়ে চলাফেরা করত। কুকুরগুলো এর আগে ২০-২৫ জন নারী ও পুরুষকে কামড়িয়ে গুরুতর আহত করেছে। এ ঘটনায় ক্ষুব্ধ স্থানীয়রা কুকুর নিধনের প্রয়োজনীয়তা তুলে ধরে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্ট দেন। তবে কুকুর নিধনে কারা জড়িত সে সম্পর্কে কোনো কিছু জানা যায়নি।
এ বিষয়ে নান্দাইল মডেল থানার ওসি আবদুল মজিদ জানান, সুস্থ কুকুর মারা সম্পূর্ণ বেআইনি। তাছাড়া বিষয়টি তাকে কেউ জানায়নি। কুকুরের কামড়ে ইজাজুলের মৃত্যু পর তিনি স্থানীয় প্রাণিসম্পদ কার্যালয় ও পৌর মেয়রের সঙ্গে যোগাযোগ করে ‘হিংস্র প্রকৃতির’ কুকুরগুলোর বিষয়ে আইনী পদক্ষেপ নিতে বলেছেন বলে দাবি করেন।
নামাজ পড়তে বেরিয়ে কুকুরের আক্রমণে যুবকের মৃত্যু: ১২টি কুকুরকে পিটিয়ে ‘হত্যা’
নান্দাইল(ময়মনসিংহ)প্রতিনিধি-
ময়মনসিংহের নান্দাইলে কুকুরের সংঘবদ্ধ আক্রমণে ইজাজুল হক নামে এক যুবকের মৃত্যু ১২টি কুকুরকে পিটিয়ে ‘হত্যার’ ঘটনা ঘটেছে। রোব ও সোমবার ভোরে পিটিয়ে কুকুর হত্যা করা হয় বলে খবর পাওয়া গেছে।
জানা যায়, শনিবার ফজরের নামাজ পড়ার উদ্দেশে বাসা থেকে মসজিদের দিকে যাচ্ছিলেন শেরপুর গ্রামের ছমির আলীর ছেলে ইজাজুল (৩৬)। পথে একদল পাগলা কুকুরের আক্রমণের শিকার হন তিনি। স্থানীয়রা জানান, ওই মহল্লায় বেশ কয়েকটি কুকুর দলবদ্ধ হয়ে চলাফেরা করত। কুকুরগুলো এর আগে ২০-২৫ জন নারী ও পুরুষকে কামড়িয়ে গুরুতর আহত করেছে। এ ঘটনায় ক্ষুব্ধ স্থানীয়রা কুকুর নিধনের প্রয়োজনীয়তা তুলে ধরে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্ট দেন। তবে কুকুর নিধনে কারা জড়িত সে সম্পর্কে কোনো কিছু জানা যায়নি।
এ বিষয়ে নান্দাইল মডেল থানার ওসি আবদুল মজিদ জানান, সুস্থ কুকুর মারা সম্পূর্ণ বেআইনি। তাছাড়া বিষয়টি তাকে কেউ জানায়নি। কুকুরের কামড়ে ইজাজুলের মৃত্যু পর তিনি স্থানীয় প্রাণিসম্পদ কার্যালয় ও পৌর মেয়রের সঙ্গে যোগাযোগ করে ‘হিংস্র প্রকৃতির’ কুকুরগুলোর বিষয়ে আইনী পদক্ষেপ নিতে বলেছেন বলে দাবি করেন।
- বিষয় :
- ময়মনসিংহ
- কুকুরের কামড়
- নিহত
- হত্যা