ঢাকা শনিবার, ০৫ জুলাই ২০২৫

ভোটারদের ভয় দেখালে প্রার্থিতা বাতিল করা হবে: ইসি রাশেদা সুলতানা

ভোটারদের ভয় দেখালে প্রার্থিতা বাতিল করা হবে: ইসি রাশেদা সুলতানা

জেলা প্রশাসক কার্যালয়ে মতবিনিময় সভা

বগুড়া ব্যুরো

প্রকাশ: ২৪ মে ২০২৪ | ২০:২১

নির্বাচন কমিশনার (ইসি) রাশেদা সুলতানা বলেছেন, যদি ভোটারদের ভয় দেখানো হয়, তাহলে তার প্রার্থিতা আমরা বাতিল করে দেব। এর পর আদালতে যেতে চাইলে যাবেন, না হলে আমাদের কিছুই করার থাকবে না। তিনি বলেন, আচরণবিধি মেনে প্রার্থীদের ঐক্যবদ্ধ হয়ে প্রচার চালাতে হবে। বিনা কারণে একজন আরেকজনের প্রতিপক্ষ হয়ে আক্রমণ করে কথা বলা যাবে না। উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষে শুক্রবার দুপুরে বগুড়ায় আইনশৃঙ্খলা বাহিনী ও প্রার্থীদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন। জেলা প্রশাসক কার্যালয়ে এ মতবিনিময় হয়।

রাশেদা সুলতানা বলেন, নির্বাচন ব্যবস্থা গণতন্ত্রের বড় চাবিকাঠি। নির্বাচন ব্যবস্থা ধ্বংস হয়ে গেলে গণতন্ত্র বলে কিছুই থাকবে না। বিষয়টি বিবেচনা করে নির্বাচন কমিশন বাংলাদেশের সব নির্বাচন অবাধ, নিরপেক্ষ ও সুষ্ঠুভাবে সম্পন্ন করার চেষ্টা করছে। ভোটাররা নির্বিঘ্নে যাতে পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারেন, সে বিষয়ে লক্ষ্য রাখতে হবে।

তিনি বলেন, কোনোরকম নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করলে তার প্রার্থিতা বাতিল করা হবে। আমরা কোনো অন্যায়কে প্রশ্রয় দেব না। তিনি আরও বলেন, ‘দিনের ভোট রাতেই হয়ে যায়, এমন অপপ্রচার ঘোচাতে ভোটের দিন সকালে কেন্দ্রে ব্যালট পৌঁছানো হচ্ছে।’ 

প্রার্থীদের উদ্দেশে রাশেদা সুলতানা বলেন, নির্বাচন কমিশনে ঘুরঘুর না করে ভোটারদের সঙ্গে সম্পর্ক তৈরি করুন। তাদের ঘরে ঘরে যান। মোটরসাইকেলের মহড়া দিলে ভোট বাড়বে না। ভোটারদের মন জয় করতে হবে।

নির্বাচন কমিশনের কর্মকর্তাদের উদ্দেশে তিনি বলেন, কোনো কর্মকর্তা কোনো প্রার্থীর প্রতি দরদ দেখাবেন না। সব প্রার্থীকে সমান সুযোগ দেবেন। এটা করতে না পারলে চাকরি ছেড়ে দিন।

জেলা প্রশাসক মো. সাইফুল ইসলামের সভাপতিত্বে মতবিনিময় সভায় আরও বক্তব্য দেন স্থানীয় সরকারের রাজশাহী বিভাগের পরিচালক পারভেজ রায়হান, পুলিশের অতিরিক্ত ডিআইজি (প্রশাসন ও অর্থ) ফয়সাল মাহমুদ, পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্তী, র্যা ব বগুড়ার কোম্পানি কমান্ডার মীর মনির হোসেন প্রমুখ।

আরও পড়ুন

×