ঢাকা শনিবার, ০৫ জুলাই ২০২৫

ঘূর্ণিঝড় রিমাল

আশ্রয়কেন্দ্রে যাওয়ার পথে প্রাণ গেল বৃদ্ধের

আশ্রয়কেন্দ্রে যাওয়ার পথে প্রাণ গেল বৃদ্ধের

ফাইল ছবি

শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি

প্রকাশ: ২৭ মে ২০২৪ | ০৬:২৮

ঘূর্ণিঝড় রিমালের কারণে সাতক্ষীরার শ্যামনগরে বাড়ি থেকে আশ্রয়কেন্দ্রে যাওয়ার পথে পড়ে গিয়ে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।

রোববার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার গাবুরা ইউনিয়নের নাপিতখালী গ্রামে এ ঘটনা ঘটে।

নিহতের নাম শওকাত মোড়ল (৬৫)। তিনি শ্যামনগর উপজেলার গাবুরা ইউনিয়নের নাপিতখালী গ্রামের মৃত নরীম মোড়ের ছেলে।

শওকাতের পুত্রবধূ আছমা খাতুন জানান, রোববার সন্ধ্যার দিকে তার শ্বশুর-শাশুড়ি মিলে নাপিতখালী আশ্রয়কেন্দ্রে যাচ্ছিলেন। বাড়ি থেকে ৫০০ গজ দূরে তিনি পা পিছলে সড়কের ওপর পড়ে গেলে তার মৃত্যু হয়।

গাবুরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জি এম মাসুদুল আলম জানান, শওকাত মোড়ল অসুস্থ ছিলেন। ঝড়-বৃষ্টির মধ্যে বাড়ি থেকে আশ্রয়কেন্দ্রে যাওয়ার সময় পড়ে গিয়ে তার মৃত্যু হয়।

আরও পড়ুন

×