গরিব মানুষের লেখাপড়ার দরকার কি
ফরম পূরণে টাকা কম থাকায় শিক্ষার্থীকে অপমান অধ্যক্ষের

ফাইল ছবি
নবাবগঞ্জ (ঢাকা) প্রতিনিধি
প্রকাশ: ২৯ মে ২০২৪ | ২২:৪১
অনার্স প্রথম বর্ষের চূড়ান্ত পরীক্ষার জন্য ফরম পূরণে নির্ধারিত টাকার চেয়ে কিছু টাকা কম দিতে চাওয়ায় এক শিক্ষার্থীকে অধ্যক্ষ অপমান করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। শিক্ষার্থীর অভিযোগ, অধ্যক্ষ তাঁকে বলেছেন, গরিব মানুষের লেখাপড়ার দরকার কি?
ঢাকার দোহার উপজেলার জয়পাড়া কলেজের বাংলা বিভাগের এক শিক্ষার্থী এমন অপমানের শিকার হয়েছেন বলে তিনি জানিয়েছেন।
জানা যায়, দোহার, নবাবগঞ্জ, মানিকগঞ্জ ও মুন্সীগঞ্জের বিভিন্ন কলেজে অনার্স ২০২২-২৩ শিক্ষাবর্ষে বাংলা বিভাগের ফরম পূরণের জন্য দুই হাজার থেকে আড়াই হাজার টাকা নেওয়া হচ্ছে। কিন্তু দোহারের জয়পাড়া কলেজ চার হাজার টাকা নিয়ে ফরম পূরণ করছে। এর মধ্যে কোনো শিক্ষার্থী আর্থিক সমস্যার কারণে কিছু টাকা কমাতে গেলে অধ্যক্ষ তাদের বিভিন্নভাবে অপমান করছেন।
বুধবার কলেজের বাংলা বিভাগের শিক্ষার্থী তানজিলা রিফা অভিযোগ করে বলেন, তিনি অধ্যক্ষ সিদ্দিকুর রহমানের অফিস কক্ষে গিয়ে বলেন, তাদের বর্তমান আর্থিক অবস্থা ভালো নয়। তাঁকে যেন তিন হাজার টাকায় ফরম পূরণের সুযোগ করে দেন। এ সময় অধ্যক্ষ তাঁকে বলেন, টাকা না থাকলে লেখাপড়া ছেড়ে দাও। গরিব মানুষের লেখাপড়া করার দরকার কি?
এ বিষয়ে জয়পাড়া কলেজের অধ্যক্ষ সিদ্দিকুর রহমান বলেন, তিনি ওই শিক্ষার্থীকে (তানজিলা) অপমান করেননি; বরং বলেছেন, কলেজের সভাপতিকে বলে এক হাজার টাকা কমিয়ে দেবেন।
এ বিষয়ে জয়পাড়া কলেজের ম্যানেজিং কমিটির সভাপতি ইভু চৌধুরী বলেন, টাকার জন্য একজন শিক্ষার্থীকে অপমান করার বিষয়ে তাঁর জানা নেই। তাই কিছু না জেনে তিনি কোনো মন্তব্য করতে রাজি নন। অন্যান্য কলেজের চেয়ে এ কলেজে ফরম পূরণে বেশি টাকা নেওয়া হচ্ছে কেন– এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, কলেজের বিভিন্ন খরচ থাকে, তাই কিছু টাকা বাড়তি নিতেই হয়।
- বিষয় :
- ফরম পূরণ