সুন্দরবনে চার দিনে উদ্ধার হরিণসহ ১০০ প্রাণীর মৃতদেহ

সুন্দরবনে উপড়ে পড়া গাছ। ছবি: সমকাল
বাগেরহাট প্রতিনিধি
প্রকাশ: ৩০ মে ২০২৪ | ১৮:৪৯ | আপডেট: ৩০ মে ২০২৪ | ২২:০৯
ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে টানা জলোচ্ছ্বাসে সুন্দরবন ডুবে যাওয়ায় বন্য প্রাণীর বড় ক্ষতি হয়েছে। রিমাল আঘাত হানার পর দিন সোমবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত বনের বিভিন্ন স্থান থেকে ৯৬ হরিণ ও ৪টি বন্য শূকরের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। বনের ভেতর আরও প্রাণীর মৃতদেহ থাকতে পারে বলে জানিয়েছে বন বিভাগ।
সুন্দরবন পূর্ব বিভাগ জানায়, জলোচ্ছ্বাসে টানা প্রায় ৩৮ ঘণ্টা সুন্দরবন ডুবে থাকায় বন্যপ্রাণীর ক্ষয়ক্ষতি বেশি হয়েছে। বৃহস্পতিবার সকাল পর্যন্ত হরিণসহ ১০০ বন্যপ্রাণীর মৃতদেহ পাওয়া গেছে। এ ছাড়া ১৮টি আহত হরিণ ও একটি অজগর সাপ উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দিয়ে বনে অবমুক্ত করা হয়েছে।
খুলনা অঞ্চলের বন সংরক্ষক (সিএফ) মিহির কুমার দে বলেন, ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাসের পর গত চার দিনে ৯৬টি হরিণ এবং ৪টি শূকর মিলিয়ে ৫৬টি বন্যপ্রাণীর মৃতদেহ পেয়েছি। প্রতিদিনই প্রাণীদের মৃতদেহ পাওয়া যাচ্ছে।