বিএফএফ-সমকাল বিতর্ক উৎসব
বরিশাল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় বিভাগীয় চ্যাম্পিয়ন

বিএফএফ-সমকাল জাতীয় বিজ্ঞান বিতর্ক উৎসবে শুক্রবার বরিশালে অতিথিদের সঙ্গে বিভাগীয় পর্যায়ে অংশগ্রহণকারী বিতার্কিকরা সমকাল
বরিশাল ব্যুরো
প্রকাশ: ৩১ মে ২০২৪ | ২৩:২০
বিএফএফ-সমকাল জাতীয় স্কুল বিতর্ক উৎসবের বরিশাল বিভাগীয় পর্যায়ের প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার নগরীর আছমত আলী খান (একে) ইনস্টিটিউশনে আয়োজিত এ প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছে বরিশাল সরকারি বালিকা বিদ্যালয়। রানার্স আপ হয় পটুয়াখালী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়। শ্রেষ্ঠ বক্তা নির্বাচিত হয় রানার্স আপ দলের আফরিন জান্নাত।
বাংলাদেশ ফ্রিডম ফাউন্ডেশন (বিএফএফ) ও সমকালের যৌথ উদ্যোগে এবং সমকাল সুহৃদ সমাবেশের আয়োজনে দশম আসরের পাওয়ার্ড বাই হিসেবে রয়েছে শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসি। ‘বিতর্ক মানেই যুক্তি, বিজ্ঞানে মুক্তি’ প্রতিপাদ্যে অনুষ্ঠিত হচ্ছে দেশের সবচেয়ে বড় এই বিতর্ক আসর।
দিনব্যাপী বিতর্ক উৎসবে আরও প্রতিযোগিতা করে বরগুনা কলেজিয়েট মাধ্যমিক বিদ্যালয় ও ভোলা টাউন কমিটি মাধ্যমিক বিদ্যালয়। শেষে চ্যাম্পিয়ন ও রানার্স আপ দলের হাতে ট্রফি তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি বরিশাল শিক্ষা বোর্ড চেয়ারম্যান অধ্যাপক ইউনুস আলী সিদ্দিকী। সকালে উৎসবের উদ্বোধন করেন বাংলা একাডেমির পুরস্কারপ্রাপ্ত শিশুসাহিত্যিক অধ্যক্ষ তপংকর চক্রবর্তী। বোর্ড চেয়ারম্যান বলেন, উন্নত দেশের মানসম্মত শিক্ষা ব্যবস্থার সমমান শিক্ষা ব্যবস্থা আমাদেরও থাকতে হবে। এজন্য সর্বাগ্রে প্রয়োজন বিজ্ঞানমনস্ক একটি জাতি গঠন। সমকাল সেই কাজটি করে যাচ্ছে। সমাপনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিএফএফর নির্বাহী পরিচালক সাজ্জাদুর রহমান চৌধুরী, সমকাল সুহৃদ সমাবেশের বিভাগীয় সম্পাদক মো. আসাদুজ্জামান, বরিশাল বিশ্ববিদালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক মোহসিনা হোসাইন, বিএম কলেজের সহযোগী অধ্যাপক তপন কুমার সাহা, আছমত আলী খান ইনস্টিটিউশনের পরিচালনা পর্ষদের সভাপতি গোলাম মাসউদ বাবলু, সমাজসেবক আনোয়ারুল হক তারিন প্রমুখ।
উদ্বোধন ও সমাপনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সুহৃদ বরিশাল শাখার উপদেষ্টা মিজানুর রহমান নাসিম। সঞ্চালনায় সদস্য সচিব শামীম মাহমুদ এবং সমন্বয়ক ছিলেন বরিশাল ব্যুরো ইনচার্জ মাইনুল ইসলাম সুমন চৌধুরী।
- বিষয় :
- বিএফএফ