ঢাকা শুক্রবার, ০৪ জুলাই ২০২৫

গোপালভোগ আম বাজারে, দর চড়া

গোপালভোগ আম বাজারে, দর চড়া

ছবি-সংগৃহীত

চাঁপাইনবাবগঞ্জ ও ভোলাহাট প্রতিনিধি 

প্রকাশ: ০২ জুন ২০২৪ | ১২:৩০ | আপডেট: ০২ জুন ২০২৪ | ১২:৫০

চাঁপাইনবাবগঞ্জে এ বছর ‘আম ক্যালেন্ডার’ না থাকায় চাষি আম পাকলেই বাজারজাত করার সুযোগ পাচ্ছেন। এরই পরিপ্রেক্ষিতে ভোলাহাট উপজেলায় শনিবার প্রথম দিন প্রধান বাজার আম ফাউন্ডেশন চত্বরে ২০ মণ আম তোলেন চাষিরা। এর আগে সকালে ফাউন্ডেশন চত্বরে আম বিক্রির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহমিদা আক্তার। 

বাজারে প্রথম দিন বিভিন্ন জাতের গুটি ও গোপালভোগ আম দেখা গেলেও দাম ছিল বেশ চড়া।

ভোলাহাটের আমচাষি শরিফুল ইসলাম জানান, এ বছর তারা বিভিন্ন জাতের গুটি আম আকারভেদে মণপ্রতি ১ হাজার ৫০০ থেকে ১ হাজার ৮০০ টাকায় এবং গোপালভোগ আম মণপ্রতি ২ হাজার ৫০০ থেকে ২ হাজার ৮০০ টাকায় বিক্রি করছেন। তবে বাজারে ক্রেতা খুবই কম। 

আম ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক মুনসুর আলী জানান, গত বছরের তুলনায় এবার গোপালভোগ মণপ্রতি এক হাজার ও বিভিন্ন জাতের গুটি আম ৫০০ টাকা বেশি দরে বিক্রি হচ্ছে।

আরও পড়ুন

×