ছুরিকাঘাতে প্রাণ গেল নারী শ্রমিকের, সাবেক স্বামী বললেন ‘হত্যা করতে চাইনি’

প্রতীকী ছবি
ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি
প্রকাশ: ০২ জুন ২০২৪ | ১৫:৪২ | আপডেট: ০২ জুন ২০২৪ | ১৬:৪৭
পাবনার ঈশ্বরদীতে সাবেক স্বামীর ছুরিকাঘাতে রিনা বেগম (৩০) নামে ঈশ্বরদী ইপিজেডে কর্মরত এক গার্মেন্ট কর্মী নিহত হয়েছেন। রোববার সকালে ঈশ্বরদী ইপিজেড গেট এলাকায় প্রকাশ্য রাস্তার ওপর এ ঘটনা ঘটে।
নিহত রিনা রাজশাহীর বাঘা উপজেলার চক সিংগীপাড়া গ্রামের আকবর আলীর মেয়ে ও চাঁপাইনবাবগঞ্জের মিলন হোসেনের সাবেক স্ত্রী। তিনি ঈশ্বরদী ইপিজেডের রেনেসাঁ বারিন্দ লিমিটেড নামক একটি প্রতিষ্ঠানে কাজ করতেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে শত শত শ্রমিক যখন কাজে যোগদান করতে ইপিজেডের প্রধান ফটক দিয়ে প্রবেশ করছিলেন তখন সবার সামনেই সাবেক স্বামী মিলন উপর্যুপরি ছুরিকাঘাত করলে রিনা রাস্তায় লুটিয়ে পড়েন। এসময় স্থানীয়রা তাকে আটকে পুলিশে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থল থেকে মিলনকে গ্রেপ্তার করে।
ঈশ্বরদী থানার অফিসার ইনচার্জ (তদন্ত) মনিরুল ইসলাম জানান, খবর পেয়ে মিলনকে গ্রেপ্তার এবং নিহত রিনার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাবনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। এ ঘটনায় ঈশ্বরদী থানায় মামলা হয়েছে।
গ্রেপ্তার মিলন পুলিশের কাছে স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে এ হত্যার কথা স্বীকার করে বলেন, ‘দাম্পত্য কলহের কারণে ছাড়াছাড়ি হওয়ার পর ক্রোধ সংবরণ করতে না পেরে তাকে ছুরিকাঘাত করেছি, তবে আমি হত্যা করতে চাইনি।’
- বিষয় :
- ছুরিকাঘাত
- ছুরিকাঘাতে হত্যা
- ঈশ্বরদী
- নারী শ্রমিক