ঢাকা রবিবার, ০৬ জুলাই ২০২৫

ইউপিডিএফ কর্মীকে গুলি করে হত্যা, মা হাসপাতালে

ইউপিডিএফ কর্মীকে গুলি করে হত্যা, মা হাসপাতালে

প্রতীকী ছবি

খাগড়াছড়ি প্রতিনিধি

প্রকাশ: ০২ জুন ২০২৪ | ১৯:৩৮ | আপডেট: ০২ জুন ২০২৪ | ১৯:৩৯

খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলার সীমান্তবর্তী চট্টগ্রাম জেলার ফটিকছড়ির কাঞ্চননগরে প্রতিপক্ষের গুলিতে রেদাশা মারমা (২৫) নামের ইউনাইটেড পিপল ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ) কর্মী নিহত হয়েছেন বলে জানা গেছে।

গতকাল শনিবার রাতে উপজেলার কাঞ্চননগর ইউনিয়নের ছাইল্লাচ্ছর এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় নিহত রেদাশার মা সন্ত্রাসীদের ছোঁড়া গুলিতে আহত হন।

নিহত রেদাশা মারমা ওই এলাকার নেদাক্কা মারমার ছেলে। তিনি ইউপিডিএফ প্রসীত গ্রুপের কর্মী ছিলেন বলে জানা গেছে। এ ঘটনার জন্য প্রতিপক্ষ ইউপিডিএফ সংস্কারপন্থীদের দায়ী করছে সংগঠনটি।

খাগড়াছড়ির মানিকছড়ি এবং চট্টগ্রামের ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইউপিডিএফ কর্মী নিহতের ঘটনা নিশ্চিত করেছেন।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, শনিবার রাত সাড়ে ৯টার দিকে কাঞ্চননগর ইউনিয়নের ছাইল্লাচ্ছরে রেদাশে মারমা নামে এক ইউপিডিএফ কর্মীকে গুলি করে হত্যা করে ইউপিডিএফ গণতান্ত্রিকের ইউনিটের সমন্বয়ক রবিন চাকমার নেতৃত্বাধীন একটি সশস্ত্র দল। এ সময় নিহত রেদাশে মারমার মা গুরুতর আহত হন।

মানিকছড়ি থানার ওসি মো. ইকবাল উদ্দিন বলেন, ঘটনাস্থল চট্টগ্রামের ফটিকছড়িতে। সংশ্লিষ্ট থানা এ বিষয়ে ব্যবস্থা নেবে।

তিনি জানান, গুলিবিদ্ধ নারীকে মানিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হয়েছিল। পরবর্তীতে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

ফটিকছড়ি থানার ওসি (তদন্ত) আবু জাফর ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে রাতেই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। ততক্ষণে ওই ব্যক্তির লাশ পুড়িয়ে ফেলা হয়। এলাকাবাসী মরদেহ পুলিশকে না দিয়ে তাদের নিয়ম অনুযায়ী পুড়িয়ে ফেলে।

সংগঠন থেকে বের হওয়ায় রেদাশা মারমা নামে ইউপিডিএফ-এর ওই কর্মীকে মেরে ফেলা হয় বলে দাবি করেন তিনি। এ বিষয়ে কেউ কোনো লিখিত অভিযোগ করেননি বলে জানান তিনি।

এদিকে ইউপিডিএফ প্রসীত গ্রুপের খাগড়াছড়ি জেলার সংগঠক অংগ্য মারমা এ হত্যাকাণ্ডের জন্য ইউপিডিএফ গণতান্ত্রিককে দায়ী করেছেন।

আরও পড়ুন

×