বাজেট নিয়ে সিএসই চেয়ারম্যান
পুঁজিবাজারের উন্নয়নে স্বল্প ও মধ্যমেয়াদি পরিকল্পনা নিতে হবে

চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে প্রাক-বাজেট সংবাদ সম্মেলনে বক্তব্যকালে সিএসই চেয়ারম্যান। ছবি-সমকাল
চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ: ০২ জুন ২০২৪ | ২০:৩৮
পুঁজিবাজারের উন্নয়নে বাজেটে স্বল্প ও মধ্যমেয়াদি পরিকল্পনা নেওয়ার দাবি জানিয়েছেন চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) চেয়ারম্যান আসিফ ইব্রাহিম। রোববার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে প্রাক-বাজেট সংবাদ সম্মেলনে এ দাবি জানান তিনি।
সিএসই পরিচালক মেজর এমদাদুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠানে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন এমডি সাইফুর রহমান মজুমদার। এ সময় সিএসই পরিচালক নকিব উদ্দিন খান ও আক্তার পারভেজ হিরুসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সংবাদ সম্মেলনে আসিফ ইব্রাহিম বলেন, দেশে জনসংখ্যার তুলনায় পুঁজিবাজারে বিনিয়োগকারীর সংখ্যা খুবই কম। কয়েক বছর ধরে এখানেও নিম্নমুখী ধারা দেখা যাচ্ছে। পুঁজিবাজারে প্রাতিষ্ঠানিক ও ব্যক্তি বিনিয়োগকারীর সংখ্যা বাড়াতে লভ্যাংশের ওপর দ্বৈত কর প্রত্যাহার করা জরুরি। পাশাপাশি প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীর মূলধনি লাভের ওপর কর প্রত্যাহার এবং এ ক্ষেত্রে নতুন করারোপ থেকে বিরত থাকতে হবে। স্টক এক্সচেঞ্জের সুবিধার্থে বিভিন্ন কৌশলও নেওয়া যেতে পারে।
সিএসই এমডি সাইফুর রহমান মজুমদার বলেন, দেশের করপোরেট ফিন্যান্সিং ব্যাংক ব্যবস্থার ওপর নির্ভরশীল হওয়ায় কিছু সমস্যা দেখা যাচ্ছে। ক্যাপিটাল মার্কেটকে একটা টেকসই অবকাঠামো দিতে না পারলে ব্যাংক ব্যবস্থার ওপর নির্ভরশীলতা কমানো সম্ভব হবে না। আর সেটি করতে গেলে একটি শক্তিশালী বাজার কাঠামো দরকার। এ জন্য ক্যাপিটাল মার্কেটের উইংগুলো শক্তিশালী করতে হবে।